পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্যানিটাইজ়িংয়ের কাজ শুরু জামুড়িয়ায় - corona in west bengal

কোরোনা সংক্রমণ রোধে রাজ্যের জনবহুল এলাকাগুলিকে জীবাণুমুক্ত রাখার কাজ শুরু হয়ে গিয়েছে । বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে । জামুড়িয়ার একাধিক জায়গায় ছড়ানো হল ব্লিচিং পাউডার ও স্যানিটাইজ়ার স্প্রে ।

aa
স্যানিটাইজ়িং

By

Published : Apr 7, 2020, 10:04 AM IST

জামুড়িয়া, 7 এপ্রিল: কোরোনা সংক্রমণ রুখতে রাজ্যের জনবহুল এলাকাগুলিকে জীবাণুমুক্ত রাখার কাজ শুরু হয়েছে । এবার পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার একাধিক জায়গায় ছড়ানো হল ব্লিচিং পাউডার ও স্যানিটাইজ়ার স্প্রে ৷ জামুড়িয়া থানার পুলিশ ও জামুড়িয়ার বণিক মহলের যৌথ উদ্যোগে বাজারসহ জনবহুল এলাকাগুলিকে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয় । এছাড়াও জামুড়িয়ার সবজি বাজারকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

গতকাল জামুড়িয়ার প্রায় 15 কিলোমিটার রাস্তার দু'পাশে এই স্যানিটাইজ়ার স্প্রে করা হয় । বিষয়টি তদারকির দায়িত্বে ছিল জামুরিয়া থানার পুলিশ । এছাড়াও ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ।

বণিক মহলের সভাপতি অজয় খৈতান বলেন, "জামুড়িয়ার দামোদরপুর মোড় থেকে শুরু করে জামুড়িয়া বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার দুই পাশে স্যানিটাইজ়ার স্প্রে করা হয়েছে । এছাড়াও জামুড়িয়ার জনবহুল এলাকাগুলিতেও স্যানিটাইজ়ার স্প্রে করা হয়েছে । সঙ্গে ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে ।" অন্যদিকে জামুড়িয়ার সবজি বাজারটিকে এলাকার ট্যাক্সি স্ট্যান্ডের পাশে ফাঁকা জায়গায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

ABOUT THE AUTHOR

...view details