পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে 20 লাখ টাকা অনুদান বেসরকারি হাসপাতালের - কোরোনার খর

কোরোনা মোকাবিলায় এবার সাহায্যের হাত বাড়াল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল । মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে দিল 20 লাখ টাকা ।

Durgapur Private Hospital
মেয়রদের হাতে চেক তুলে দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ

By

Published : Apr 15, 2020, 7:38 AM IST

দুর্গাপুর, 15 এপ্রিল : কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে অনেকেই । বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত । নিজেদের সামর্থ্যমতো মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে টাকা দান করেছে । এবার এই কাজে এগিয়ে এল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল ।

গতকাল দুর্গাপুরের এই বেসরকারি হাসপাতাল মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে 20 লাখ টাকা দান করে । চেকটি তুলে দেওয়া হয় দুর্গাপুর ও আসানসোলের দুই মেয়র দিলীপ অগস্থি ও জিতেন্দ্র তিওয়ারির হাতে । হাসপাতালের দুই ডিরেক্টর ডঃ সত্যজিৎ বসু ও সুমিত চট্টোপাধ্যায় চেকটি দুই মেয়রের হাতে তুলে দেন ।

সত্যজিৎ বসু বলেন, "আমাদের তরফে সামান্য কিছু দিয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলাম । এই যুদ্ধে আমাদের জয় পেতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে । আমরাও যে এই সময়ে পাশে আছি তা এই সামান্য কিছু দিয়ে মানুষকে বার্তা দিলাম । "

ABOUT THE AUTHOR

...view details