আসানসোল, 15 মে: জামুড়িয়ার বিজেপি নেতা রাজেন্দ্র সাউ খুনের মামলায় তিনদিন আগে আসানসোলের হামিদনগর থেকে মহম্মদ সাবির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ সোমবার তাঁকে ঘটনাস্থলে নিয়ে গেলেন তদন্তকারীরা ৷ ধৃত মহম্মদ সাবিরকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ ৷ তবে পুলিশ জানিয়েছে রাজেন্দ্র সাউ খুনে কোনও রাজনৈতিক যোগ নেই ৷ জুয়ার টাকার লেনদেন নিয়ে বিবাদের কারণেই খুন করা হয়েছিল বিজেপি নেতাকে ৷ যদিও এই ঘটনায় বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷
29 এপ্রিল জাতীয় সড়কে একটি স্করপিও গাড়ির ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় বিজেপি নেতা তথা জমি ব্যবসায়ী রাজেন্দ্র সাউয়ের দেহ ৷ যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল জামুড়িয়া ৷ খুনের ঘটনায় শুক্রবার পুলিশ হামিদনগর থেকে মহম্মদ সাবির নামে একজনকে গ্রেফতার করে ৷ এদিন তাঁকে রাজেন্দ্র সাউয়ের দেহ উদ্ধারের জায়গায় নিয়ে যাওয়া হয় ৷ ঘটনার দিন ঠিক কী হয়েছিল ? পুরো বিষয়টি পুনর্নির্মাণ করান তদন্তকারীরা ৷ তবে, এ নিয়ে বিশেষ কিছু বলতে চায়নি পুলিশ ৷ রাজেন্দ্র সাউ হত্যাকাণ্ডের সঙ্গে আরও অনেকে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলেও সূত্রের খবর ৷