পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jamuria BJP Leader Murder: বিজেপি নেতা রাজেন্দ্র সাউ খুনের ঘটনার পুনর্নির্মাণ, রাজনৈতিক যোগের তত্ত্ব খারিজ পুলিশের - জামুড়িয়ায় রাজেন্দ্র সাউ খুন

রাজেন্দ্র সাউ খুনে ধৃত মহম্মদ সাবিরকে দিয়ে খুনের পুনর্নির্মাণ করল পুলিশ ৷ আজ সাবিরকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ৷ তিনদিন আগে তাঁকে আসানসোলের হামিদনগর থেকে গ্রেফতার করা হয়েছিল ৷

Jamuria BJP Leader Murder Case ETV BHARAT
Jamuria BJP Leader Murder Case

By

Published : May 15, 2023, 10:57 PM IST

বিজেপি নেতা রাজেন্দ্র সাউ খুনে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের

আসানসোল, 15 মে: জামুড়িয়ার বিজেপি নেতা রাজেন্দ্র সাউ খুনের মামলায় তিনদিন আগে আসানসোলের হামিদনগর থেকে মহম্মদ সাবির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ সোমবার তাঁকে ঘটনাস্থলে নিয়ে গেলেন তদন্তকারীরা ৷ ধৃত মহম্মদ সাবিরকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ ৷ তবে পুলিশ জানিয়েছে রাজেন্দ্র সাউ খুনে কোনও রাজনৈতিক যোগ নেই ৷ জুয়ার টাকার লেনদেন নিয়ে বিবাদের কারণেই খুন করা হয়েছিল বিজেপি নেতাকে ৷ যদিও এই ঘটনায় বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷

29 এপ্রিল জাতীয় সড়কে একটি স্করপিও গাড়ির ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় বিজেপি নেতা তথা জমি ব্যবসায়ী রাজেন্দ্র সাউয়ের দেহ ৷ যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল জামুড়িয়া ৷ খুনের ঘটনায় শুক্রবার পুলিশ হামিদনগর থেকে মহম্মদ সাবির নামে একজনকে গ্রেফতার করে ৷ এদিন তাঁকে রাজেন্দ্র সাউয়ের দেহ উদ্ধারের জায়গায় নিয়ে যাওয়া হয় ৷ ঘটনার দিন ঠিক কী হয়েছিল ? পুরো বিষয়টি পুনর্নির্মাণ করান তদন্তকারীরা ৷ তবে, এ নিয়ে বিশেষ কিছু বলতে চায়নি পুলিশ ৷ রাজেন্দ্র সাউ হত্যাকাণ্ডের সঙ্গে আরও অনেকে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলেও সূত্রের খবর ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত সাবির জেরায় জানিয়েছেন জুয়ার টাকার ভাগ নিয়ে বচসার জেরেই রাজেন্দ্রকে গুলি করেন তিনি ৷ এমনকী খুনে ব্যবহার হওয়া আগ্নেয়াস্ত্র এবং বাকি 5টি গুলি উদ্ধার করেছে পুলিশ ৷ পুলিশকে রাজেন্দ্র সাউয়ের পরিবার জানিয়েছিল, তিনি ঘটনার দিন 5 লক্ষ টাকা নগদ নিয়ে বেরিয়েছিলেন বাড়ি থেকে ৷ পুলিশের অনুমান, সেই টাকা জুয়া থেকেই এসেছিল ৷ যদিও বিষয়টি তদন্ত করছে পুলিশ ৷ বিজেপির তরফে দাবি করা হয়, রাজেন্দ্র সাউকে রাজনৈতিক উদ্দেশ্যে খুন করা হয়েছে ৷

আরও পড়ুন:জামুড়িয়ায় জাতীয় সড়কের ধারে গুলিবিদ্ধ বিজেপি নেতার দেহ উদ্ধার

ঘটনার দিন এবং তারপরে এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল জামুড়িয়া ৷ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দাবি করেছিলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাজেন্দ্র সাউকে খুন করেছে ৷ এমনকী দ্রুত অভিযুক্তদের না-ধরলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি ৷ সিবিআই তদন্তের দাবিও জানিয়েছিলেন ৷ কিন্তু পুলিশ দাবি করেছে রাজনৈতিক নয়, রাজেন্দ্র সাউয়ের খুনের পিছনে আসল কারণ টাকার লেনদেন ৷

ABOUT THE AUTHOR

...view details