দুর্গাপুর, 17 মে: অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তাঁর নবজোয়ার কর্মসূচিতে দুর্গাপুরের গান্ধিমোড়ে পৌঁছে শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন । কিন্তু দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আসামাত্রই দলীয় নেতা, কর্মী ও সাংবাদিকদের ব্যস্ততার সুযোগ নিয়ে চনমনে হয়ে উঠল কেপমারের দল ৷ তারা অনেকের গ্যাঁটের কড়ি উধাও করে বুঝিয়ে দিল, "অ্যায়সা মউকা ফির কাঁহা মিলেগা"।
অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিবেশনে যোগ দিতে দুর্গাপুর স্টিল টাউনশিপের রাজীব গান্ধি স্মারক ময়দানে পৌঁছে যাওয়ার পর নিজেদের পকেটে হাত দিতেই বুঝতে পারলেন, কেপমারেরা পকেট ফাঁকা করে দিয়েছে । দুর্গাপুরের শ্রমিক নেতা তথা দুর্গাপুর নগর নিগমের দুবারের মেয়র পারিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায়ের হাতের একটি আংটি এবং পকেট থেকে নগদ 10,000 টাকা উধাও হয়ে যায় । আরও এক শ্রমিক নেতা সন্দীপ ঘটক তাঁর পকেটে রেখেছিলেন ঢাকীদের জন্য বরাদ্দ 10,000 টাকা । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় পেরিয়ে যাওয়ার পর তিনি ঢাকীদের টাকা দিতে গিয়ে দেখলেন, তাঁর পকেট থেকেও টাকা উধাও ।
অথচ নিরাপত্তার বজ্র আঁটুনি ছিল দুর্গাপুরের গান্ধি মোড়ে । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্বয়ং পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম থেকে শুরু করে আসানসোল দুর্গাপুরের বহু আইপিএস অফিসার, আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ-সহ শয়ে শয়ে পুলিশ কর্মী কমব্যাট ফোর্সের নজরদারি ছিল ৷ তবে সবার নজর এড়িয়ে এই কেপমারের দল অত্যন্ত সুক্ষ্মভাবে মোটা মোটা পকেটে হাত ঢুকিয়ে হাতসাফাই করে বুঝিয়ে দিল "হাম কিসিসে কম নেহি"।