পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kazi Nazrul Islam: শহরের প্রাণকেন্দ্রে জন্মদিনে অনাদরে নজরুল মূর্তি, দুঃখপ্রকাশ মেয়র পারিষদের - Asansol News

জন্মবার্ষিকীতে একাধিক অনুষ্ঠান চললেও আসানসোলে রবীন্দ্রভবনের বাইরে থাকা নজরুলের মূর্তিতে মালা দিলেন না কেউই ৷ কেন ঘটল এমন ঘটনা ? নিন্দায় সরব আসানসোলবাসী ৷

ETV Bharat
আসানসোল রবীন্দ্রভবনের নজরুল মূর্তি

By

Published : May 26, 2023, 10:20 PM IST

জন্মদিনে অনাদরে নজরুল ইসলাম

আসানসোল, 26 মে: শহরের একেবারে প্রাণকেন্দ্র রবীন্দ্রভবনে কাজী নজরুল ইসলামের 124তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান চলছে ৷ কবিকে শ্রদ্ধা জানাতে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে ৷ একদিকে যখন ভিতরে নজরুল জন্মবার্ষিকীর অনুষ্ঠান চলছে তখন রবীন্দ্রভবনের ঠিক বাইরে জিটি রোডের উপরে একটি কাঁচের ঘরের মধ্যে অনাদরে, অশ্রদ্ধায় পড়ে রয়েছে নজরুলের মূর্তি । এমন দৃশ্য চোখের সামনে আসতেই শহরবাসীরা অবাক হয়েছেন । যদিও বিষয়টির কথা জানাজানি হতেই তোড়জোড় শুরু হয় নজরুলকে মালা দেওয়ার ।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই কাঁচের ঘরের কোনও চাবি না পাওয়া যাওয়ায় শেষ পর্যন্ত নজরুলের মূর্তিতে মালা জোটেনি ।
জিতেন্দ্র তিওয়ারি মেয়র থাকাকালীন আসানসোল বিএনআর মোড়ে রবীন্দ্রভবনের বাইরে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসস্ট্যান্ড তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন । সেই বাসস্ট্যান্ডের ভিতর একটি রবীন্দ্রনাথ এবং একটি নজরুলের মূর্তি স্থাপন করা হয়েছিল । যদিও বাসস্ট্যান্ডটি একদিনের জন্যও চালু করা হয়নি । জিতেন্দ্র তিওয়ারি মেয়রের চেয়ার ও তৃণমূল ছেড়ে চলে যাওয়ার পরেও বর্তমান পুরবোর্ডের পক্ষ থেকে এই বাসস্ট্যান্ড চালু করার কোনও উদ্যোগ নেওয়া হয়নি ।

সেই থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম বন্দি হয়ে থেকেছেন কাঁচের ঘরে । রবীন্দ্রনাথের জন্মদিনেও এই বাসস্ট্যান্ডে রবীন্দ্রনাথের এই মূর্তিতে মালা দেওয়ার কোনও উদ্যোগ দেখা যায়নি পৌরনিগমের পক্ষ থেকে । একইভাবে নজরুলের জন্মদিনে যখন রবীন্দ্রভবনের ভিতরে অনুষ্ঠান চলছে তখন দেখা গেল বাইরেই অনাদরে পড়ে রয়েছে নজরুলের মূর্তিটি । আর তা দেখেই অবাক হয়েছেন এবং নিন্দা জানিয়েছেন শহরবাসী ।

আরও পড়ুন :ইংরাজি তারিখ দেখে নজরুলকে শ্রদ্ধা জানাতে গিয়ে চুরুলিয়ায় একা অগ্নিমিত্রা

বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন আসানসোল পৌরনিগমের সংস্কৃতি বিভাগের মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় ।
তিনি বলেন, "এটা ভুল হয়েছে । কিন্তু যেহেতু ওই বাসস্ট্যান্ডের চাবি পাওয়া যায়নি, তাই সেখানে মালা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি । আগামিদিনে যাতে এই ভুল না হয় সেই বিষয়ে নজর রাখা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details