পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Girl's Mysterious Death: কুয়োতে উদ্ধার শিশুকন্যার মৃতদেহ, রাস্তায় পড়ে টাকা; রহস্য পাণ্ডবেশ্বরে - শিশুকন্যার মৃতদেহ

Mysterious death of Durgapur girl: শিশু দিবসের আগেই কুয়ো থেকে উদ্ধার হল 6 বছরের শিশুকন্যার মৃতদেহ ৷ রাস্তায় মিলল ছড়ানো ছেটানো টাকা ৷ এই ঘটনায় রহস্য ছড়িয়েছে পাণ্ডবেশ্বরে ৷

Girl's Mysterious Death
শিশুকন্যার রহস্যমৃত্যু

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 12:12 PM IST

Updated : Nov 14, 2023, 1:58 PM IST

শিশুর রহস্যমৃত্যু পাণ্ডবেশ্বরে

দুর্গাপুর, 14 নভেম্বর:কুয়োতে শিশুকন্যার দেহ, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টাকা । সোমবার রাতের এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে ৷ পরিবারের সন্দেহ, চুরি করতে এসে নাবালিকাকে খুন করেছে দুষ্কৃতীরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । শিশু দিবসের আগেই এক শিশুকন্যার রহস্যমৃত্যুর খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছন শাসকদলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।

বৈদ্যনাথপুর পঞ্চায়েতের কোন্দা গ্রামের উপর পাড়ার বাসিন্দা পেশায় পোস্ট অফিসের এজেন্ট বাপি গোস্বামীর বাড়ির কুয়ো থেকে সোমবার রাত দশটা নাগাদ উদ্ধার হয় তাঁর 6 বছরের কন্যা মিষ্টি গোস্বামীর মৃতদেহ । রাস্তাতে ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায় বেশ কয়েক হাজার টাকা । পরিবারের সন্দেহ, এটি চুরির ঘটনা । ধরা পড়ার ভয়ে চোরেরা মেয়েকে ফেলে দেয় কুয়োর মধ্যে ।

বাপি গোস্বামী বলেন, রাতে কালীপুজোর প্রতিমা বিসর্জন দেখতে বালিজুরি গ্রামে গিয়েছিলেন তিনি । তাঁর স্ত্রী ও 6 বছরের মেয়ে বর্ষা ছাড়াও সেই সময় বাড়িতে ছিলেন বৃদ্ধ বাবা-মা । বিসর্জন দেখে বাড়ি ফেরার পথে খবর পান, বাড়িতে চুরি হয়েছে, মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না । বাড়ি ফিরে দেখেন আলমারি খোলা, বাড়ির জিনিসপত্র সব ছড়ানো ছিটানো, আলমারিতে রাখা গ্রাহকদের পোস্ট অফিসের পাস বই, টাকা পয়সা লোপাট । খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন পাড়া প্রতিবেশীরা । আসেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও । শুরু হয় নিখোঁজ মেয়ের তল্লাশি । দেখা যায়, বাড়ির সামনের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পোস্ট অফিসের পাস বই, টাকার বান্ডিল । এরপরই বাড়ির উঠোনে কুয়োর মধ্যে মেলে নিখোঁজ মেয়ের দেহ । খবর দেওয়া হয় দমকলে, ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ । কুয়ো থেকে মিষ্টির মৃতদেহ উদ্ধার করা হয় ।

বাপি গোস্বামীর ভাইয়ের স্ত্রী কেয়া গোস্বামী বলেন, "আমরা আর আমার ভাসুর কালী বিসর্জন দেখতে বাইরে গিয়েছিলাম । বৃদ্ধ শশুর, শাশুড়ি আর মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন আমার জা । তাঁরা সকলে হয়ত ঘুমিয়ে পড়েছিলেন । হঠাৎ তাঁরা লক্ষ্য করেন মেয়ে নেই । সম্ভবত চুরি করতে চোরেরা ঘরে ঢুকেছিল । মেয়ে তাঁদেরকে হয়তো চিনে ফেলেছিল, ধরা পড়ার ভয়েই হয়তো চোরেরা মেয়েকে কুয়োতে ফেলে দেয় ।"

বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, এটি খুবই দুঃখজনক ঘটনা । পুলিশকে অনুরোধ করেছি, তদন্ত করে দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করার জন্য ।‌ অন্যদিকে, ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে গভীর রহস্য । বাড়িতে চোর ঢুকল, অথচ বাড়ির লোকেরা কেউ তা টের পেল না, ঘটনাটি যদি চুরির হয়, তাহলে চোরেরা কেন টাকা ফেলে পালাল ? এই প্রশ্নগুলি ভাবাচ্ছে তদন্তকারীদের । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পাণ্ডবেশ্বর থানার এক আধিকারিক ।

আরও পড়ুন:

  1. ইঞ্জিন থেকে ঝুলছে মৃতদেহ! দুরন্ত গতিতে ছুটল ট্রেন
  2. কালীপুজোয় চাঁদার জুলুম! নিউ মার্কেট থানার অতিরিক্ত ওসি-সহ 3 পুলিশকর্মীকে 'মার'
Last Updated : Nov 14, 2023, 1:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details