আসানসোল, 20 মে : লকডাউনের মধ্যে সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন বাবুল সুপ্রিয় ৷ মঙ্গলবার রাতে রয়্যাল এনফিল্ড বাইক চালিয়ে এসে আসানসোল রেলপাড়ে সাবওয়ের উদ্বোধন করেন বাবুল ৷ সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর এহেন আচরণে বিরোধীরা নাক কুঁচকেছেন বৈকি । অবশ্য বিষয়টি নিয়ে কিছু জানাতে চাননি বাবুল সুপ্রিয় ।
মঙ্গলবার রাতে আসানসোল রেলপাড় এলাকায় একটি সাবওয়ের উদ্বোধন করেন বাবুল সুপ্রিয় । রেলের তরফে জানানো হয়েছে, করোনার মধ্যে কোনও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি ৷ তাই কোনও মিডিয়াকেও আমন্ত্রণ করা হয়নি । অনাড়ম্বরভাবেই ওই সাবওয়েটি মানুষের জন্য খুলে দেওয়াই উদ্দেশ্য ছিল রেলের। ওই সাবওয়েটি উদ্বোধন করতে পৌঁছেছিলেন বাবুল সুপ্রিয় । নিজের বাইক চালিয়ে বাবুল পৌঁছেছিলেন সাবওয়ের উদ্বোধন করতে ।