আসানসোল, 9 এপ্রিল : মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আসানসোল থেকেই শুধুমাত্র 50 লাখ টাকার অনুদান জমা পড়েছে বলে দাবি করলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক । আসানসোলে নিজের বাসভবন থেকে তিনি বলেন, " আসানসোলের বিভিন্ন সংগঠন, সমাজসেবী, ব্যবসায়ীরা মিলে প্রায় 50 লাখ টাকার অনুদান আমার হাতে তুলে দিয়েছে ।" এই বিরাট অঙ্কের অনুদান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য আসানসোলের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ।
রাজ্যজুড়ে কোরোনায় আক্রান্ত বৃদ্ধি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন, জরুরিকালীন ত্রাণ তহবিলে দান করার জন্য । যাঁর যেমন সামর্থ্য তিনি তেমন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করুন, এমনই আর্জি ছিল রাজ্য সরকারের । সেইমতো বিভিন্ন দিক থেকে এই ত্রাণ তহবিলে দান করা শুরু হয় । রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাতে বিভিন্ন সমাজসেবী সংগঠন, ব্যবসায়িক সংগঠন এবং ব্যক্তিগত স্তরে অনেক ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য চেক জমা করেছে । মন্ত্রী মলয় ঘটক গতকাল তাঁর বাসভবন থেকে জানিয়েছেন, এখনও পর্যন্ত 50 লাখ টাকার চেক তাঁর কাছে জমা পড়েছে । তিনি আরও বলেন, " গতকালই 39 লাখ 77 হাজার টাকার চেক আমি জমা করে দিয়েছি । এরপরও অনেকে এই রিলিফ ফান্ডে চেক জমা করছেন । সব মিলিয়ে প্রায় 50 লাখ টাকার অনুদান মুখ্যমন্ত্রীর জরুরিকালীন রিলিফ ফান্ডে জমা পড়েছে।"
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আসানসোল থেকেই 50 লাখ - relief fund
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আসানসোল থেকেই 50 লাখ টাকা জমা পড়েছে বলে দাবি রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের ।
ছবি
তবে শুধু মলয় ঘটকের হাতেই নয়, অন্যান্য বিধায়কদের কাছেও বেশ কিছু টাকা চেক জমা পড়েছে বলে জানা গেছে । সেক্ষেত্রে আসানসোল থেকে বিরাট মাপের অনুদান মুখ্যমন্ত্রীর এই তহবিলে জমা পড়েছে । মন্ত্রী মলয় ঘটক আসানসোলবাসীর এমন মানসিকতা দেখে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন ।