পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bank Problem : ব্যাঙ্কে কর্মীর অভাব, ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা - বসুধা

প্রায়শই ব্যাঙ্কে লিঙ্ক থাকে না ৷ ব্যাঙ্ক খুললেও কাজ শুরু হয় না কর্মীর অভাবে ৷ অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় গ্রাহকদের ৷ শুক্রবারও একই অবস্থা হল ৷ গ্রাহকদের ক্ষোভ সামলাতে পুলিশ এল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় ৷

ব্যাঙ্কে ভিড় গ্রাহকদের
ব্যাঙ্কে ভিড় গ্রাহকদের

By

Published : Aug 13, 2021, 5:31 PM IST

দুর্গাপুর, 13 অগস্ট : করোনাকালে ব্যাঙ্কের ভিতরে গ্রাহকদের ভিড় ৷ এমন দৃশ্য দেখা গেল কাঁকসার বসুধা এলাকায় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় ৷

শুক্রবার সকালে ব্যাঙ্কে নানা কাজে ভিড় করেছেন দূর থেকে আসা মানুষেরা ৷ কিন্তু ব্যাঙ্ককর্মীর অভাবে কাজ হচ্ছে না, তাই দুপুর 12টাতেও অপেক্ষা করে রয়েছেন গ্রাহকরা ৷ মাত্র দু‘জন ব্যাঙ্ককর্মী রয়েছেন ৷ দাঁড়িয়ে থাকা এক গ্রাহক যমুনা বৈরাগী জানালেন, সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়েছেন ৷ কিন্তু কাজ হয়নি ৷ এরকম ঘটনা প্রায়শই হয় ৷ ব্যাঙ্কে ম্যানেজার থাকেন না ৷ জিজ্ঞেস করলে সঠিক কোনও উত্তর পাওয়া যায় না বাকি কর্মীদের কাছ থেকে ৷

আরও পড়ুন : Professor On Road: স্কুল খোলার দাবিতে পথে নামল আসানসোলের অধ্যাপক সংহতি মঞ্চ

এ প্রসঙ্গে ব্যাঙ্কে উপস্থিত এক কর্মী পাঁচু গোপাল রুইদাস জানিয়েছেন, ব্যাঙ্কের ম্যানেজারের জরুরি কাজ থাকার জন্য তিনি আসতে পারেননি । তবে আর কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন । কিন্তু বেলা সাড়ে 12 টাতেও ব্যাঙ্কের কোনও কাজকর্ম হয়নি । দীর্ঘক্ষণ অপেক্ষার পর গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ । শুক্রবার সকাল থেকে কোনও কাজকর্ম না হওয়ায় প্রচণ্ড গরমের মধ্যে অনেকক্ষণ বসে থাকতে হয় গ্রাহকদের ৷

ABOUT THE AUTHOR

...view details