দুর্গাপুর, 13 অগস্ট : করোনাকালে ব্যাঙ্কের ভিতরে গ্রাহকদের ভিড় ৷ এমন দৃশ্য দেখা গেল কাঁকসার বসুধা এলাকায় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় ৷
শুক্রবার সকালে ব্যাঙ্কে নানা কাজে ভিড় করেছেন দূর থেকে আসা মানুষেরা ৷ কিন্তু ব্যাঙ্ককর্মীর অভাবে কাজ হচ্ছে না, তাই দুপুর 12টাতেও অপেক্ষা করে রয়েছেন গ্রাহকরা ৷ মাত্র দু‘জন ব্যাঙ্ককর্মী রয়েছেন ৷ দাঁড়িয়ে থাকা এক গ্রাহক যমুনা বৈরাগী জানালেন, সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়েছেন ৷ কিন্তু কাজ হয়নি ৷ এরকম ঘটনা প্রায়শই হয় ৷ ব্যাঙ্কে ম্যানেজার থাকেন না ৷ জিজ্ঞেস করলে সঠিক কোনও উত্তর পাওয়া যায় না বাকি কর্মীদের কাছ থেকে ৷