দুর্গাপুর, 23 অক্টোবর : প্রতিবেশী যুবকের শারীরিক ও মানসিক অত্যাচারে আত্মঘাতী হন বিশেষ ভাবে সক্ষম গৃহবধূ । ঘটনাটি কাঁকসার ক্যানেলপাড় এলাকায় । এই ঘটনায় অভিযুক্ত রাকেশ বাগদীকে গ্ৰেফতার করেছে কাঁকসা থানার পুলিশ ।
জানা গিয়েছে, 9 বছর আগে বীরভূমের বক্রেশ্বরের বাসিন্দা ওই মহিলার সঙ্গে বিয়ে হয় । তাঁর একটি 7 বছরের ছেলে রয়েছে । অভিযোগ, বিয়ের পর থেকে বিভিন্ন সময় প্রতিবেশী যুবক রাকেশ বাগদী কুপ্রস্তাব দিত ওই মহিলাকে । রাজি না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন চালাত তাঁর উপর । সেই অত্যাচার থেকে রক্ষা করতে মেয়ে ও জামাইকে কাঁকসা ক্যানেলপাড় এলাকায় ভাড়া বাড়িতে নিয়ে যান তাঁর পরিবার ।