পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jitendra Tiwari: ফের বেআইনি কয়লা সিন্ডিকেটের গুঞ্জন আসানসোলে, বন্ধ করতে শাসক দলকে আহ্বান জিতেন্দ্র'র - আসানসোল

আসানসোলে ফের গুঞ্জন শুরু হয়েছে বেআইনি কয়লা কারবার নিয়ে ৷ এবার দায়িত্বে নাকি অন্য মাথা ৷ বিষয়টি নিয়ে সরব হলেন জিতেন্দ্র তিওয়ারি।

ETV Bharat
জিতেন্দ্র তিওয়ারি

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 10:48 PM IST

জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য

আসানসোল, 30 অক্টোবর:বেআইনি কয়লা কারবার বন্ধ করতে সিবিআই, ইডি যতই তৎপর হোক না কেন আসানসোলজুড়ে জোর জল্পনা আবার নতুন করে শুরু হয়েছে বেআইনি কয়লা সিন্ডিকেট। তবে এবার আর অনুপ মাজি বা লালা নয় এবার মাথায় নাকি অন্য কেউ। আর এই কানাঘুষোর মাঝখানেই বেআইনি কয়লা কারবার নিয়ে গর্জে উঠলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

এই বিজেপি নেতার কথায়, "কেবল মিডিয়ার কাছে বেআইনি কয়লা বন্ধ নিয়ে নেতাদের বড় বড় বুকনি নয় বরং বেআইনি কয়লা বন্ধ করতে গেলে যেখানে কয়লা কারবার চলছে সেখানে গিয়ে বন্ধ করতে হবে । শাসক দল যদি এগিয়ে আসে আমরাও তাদের সঙ্গে যাব বেআইনি কয়লা বন্ধ করতে।" গত কয়েক বছর ধরে সিবিআই, ইডির অভিযানে বেআইনি কয়লা সাম্রাজ্যে রাশ টানা গিয়েছিল । বেআইনি কয়লা কারবারের মাথা অনুপ মাজি সুপ্রিম কোর্টের রক্ষা কবচে এখনও পর্যন্ত গ্রেফতার না হলেও, গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন ইসিএল কর্তা থেকে শুরু করে বহু কয়লা মাফিয়া। বলা হচ্ছিল এই অভিযানে বেআইনি কয়লার কারবারে নাকি 90 শতাংশ রাশ টানা গিয়েছে ।

এই বেআইনি কয়লা কারবারের তদন্তে নেমে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে বারবার তলব করছে ইডি। ঠিক এই অবস্থায় পুনরায় আসানসোলে গুঞ্জন শুরু হয়েছে নতুন করে আবার তৈরি হচ্ছে কয়লা সিন্ডিকেট । তবে এবার আর অনুপ মাজিকে মাথায় রেখে নয় এবার মাথায় আসছে অন্য কোনও কয়লা মাফিয়া । সঠিক অর্থে সেই তথ্য এখনও পর্যন্ত বাইরে না এলেও বেআইনি কয়লা নিয়ে এবার সরব হলেন জিতেন্দ্র তিওয়ারি । তাঁর কথায়, বেআইনি কয়লার কারবার আবার শুরু হয়েছে । কিন্তু এটাকে শাসকদলকেই বন্ধ করতে হবে । শাসক দল যখন ডেঙ্গি নিয়ে মিছিল করছে তখন কয়লা নিয়ে কেন সরব হচ্ছে না ।

আরও পড়ুন: রাজ্যের খাদ্য দফতরের কাজে খুশি কেন্দ্র, একুশের আগে কী হয়েছে জানি না: রথীন ঘোষ

জিতেন্দ্র তিওয়ারির কথায়, বেআইনি কয়লার কারবার এইভাবে বন্ধ হবে না। মিডিয়ার সামনে বড় বড় কথা বললেই কয়লার কারবার বন্ধ হবে না। প্রয়োজন যেখানে কয়লার কারবার চলছে সেখানে সরেজমিনে গিয়ে বেআইনি কয়লা কারবার বন্ধ করতে আন্দোলন করা । আর সেই আন্দোলন করতে যদি শাসকদল এগিয়ে আসে তাহলে ঝান্ডা ছেড়ে, বিজেপিও যাবে তাদের সঙ্গে । জিতেন্দ্র তিওয়ারি স্পষ্ট আহ্বান জানিয়েছেন শাসক দলের নেতারা রাজনীতি ছেড়ে নেমে আসুন দেশের সম্পদ রক্ষার স্বার্থে। যদিও বিষয়টি নিয়ে শাসকদলের কোনও নেতৃত্বে কিছু মন্তব্য করতে চাননি । ইডি, সিবিআইয়ের অভিযানের পর পাহাড় প্রমাণ কয়লা সাম্রাজ্য বন্ধ হয়েছে বলে দাবি উঠেছিল । কিন্তু নতুন করে কি আবার তিলে তিলে সেই সাম্রাজ্য গড়ে উঠতে শুরু করেছে ? আসানসোলের বুকে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে কান পাতলে ।

আরও পড়ুন: আবাস যোজনার বঞ্চিতদের নিয়ে কলকাতায় পালটা সমাবেশের পরিকল্পনা বিজেপির

ABOUT THE AUTHOR

...view details