আসানসোল, 30 অক্টোবর:বেআইনি কয়লা কারবার বন্ধ করতে সিবিআই, ইডি যতই তৎপর হোক না কেন আসানসোলজুড়ে জোর জল্পনা আবার নতুন করে শুরু হয়েছে বেআইনি কয়লা সিন্ডিকেট। তবে এবার আর অনুপ মাজি বা লালা নয় এবার মাথায় নাকি অন্য কেউ। আর এই কানাঘুষোর মাঝখানেই বেআইনি কয়লা কারবার নিয়ে গর্জে উঠলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।
এই বিজেপি নেতার কথায়, "কেবল মিডিয়ার কাছে বেআইনি কয়লা বন্ধ নিয়ে নেতাদের বড় বড় বুকনি নয় বরং বেআইনি কয়লা বন্ধ করতে গেলে যেখানে কয়লা কারবার চলছে সেখানে গিয়ে বন্ধ করতে হবে । শাসক দল যদি এগিয়ে আসে আমরাও তাদের সঙ্গে যাব বেআইনি কয়লা বন্ধ করতে।" গত কয়েক বছর ধরে সিবিআই, ইডির অভিযানে বেআইনি কয়লা সাম্রাজ্যে রাশ টানা গিয়েছিল । বেআইনি কয়লা কারবারের মাথা অনুপ মাজি সুপ্রিম কোর্টের রক্ষা কবচে এখনও পর্যন্ত গ্রেফতার না হলেও, গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন ইসিএল কর্তা থেকে শুরু করে বহু কয়লা মাফিয়া। বলা হচ্ছিল এই অভিযানে বেআইনি কয়লার কারবারে নাকি 90 শতাংশ রাশ টানা গিয়েছে ।
এই বেআইনি কয়লা কারবারের তদন্তে নেমে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে বারবার তলব করছে ইডি। ঠিক এই অবস্থায় পুনরায় আসানসোলে গুঞ্জন শুরু হয়েছে নতুন করে আবার তৈরি হচ্ছে কয়লা সিন্ডিকেট । তবে এবার আর অনুপ মাজিকে মাথায় রেখে নয় এবার মাথায় আসছে অন্য কোনও কয়লা মাফিয়া । সঠিক অর্থে সেই তথ্য এখনও পর্যন্ত বাইরে না এলেও বেআইনি কয়লা নিয়ে এবার সরব হলেন জিতেন্দ্র তিওয়ারি । তাঁর কথায়, বেআইনি কয়লার কারবার আবার শুরু হয়েছে । কিন্তু এটাকে শাসকদলকেই বন্ধ করতে হবে । শাসক দল যখন ডেঙ্গি নিয়ে মিছিল করছে তখন কয়লা নিয়ে কেন সরব হচ্ছে না ।