রাनिগঞ্জ , 23 মার্চ : দেশ জুড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে । এই পরিস্থিতিতে দেশবাসীর উদ্দেশে রবিবার জনতা কারফিউয়ের আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী । আর তাতে সাড়া দিয়েছে গোটা দেশ । পশ্চিম বর্ধমানের রানিগঞ্জেও তার প্রভাব পড়েছিল । কিন্তু তার মধ্যেও রানিগঞ্জের ফুটপাতে মাস্ক বিক্রি করতে দেখা গেল ফেরিওয়ালাকে ।
জনতা কারফিউয়ের মাঝেই রানিগঞ্জে চলছে মাস্ক বিক্রি - রানিগঞ্জের ফুটপাতে চলছে মাস্ক বিক্রি
রবিবার জনতা কারফিউয়ের মধ্যে রানিগঞ্জে মাস্ক বিক্রি করতে দেখা গেল এক ফেরিওয়ালাকে । তিনি বলেন , " আমি ফেরিওয়ালা । কাল আসানসোল থেকে মাস্ক কিনে এনেছি । সেই মাস্কগুলি ফুটপাতে বিক্রি করছি । কারণ এখন মাস্কের চাহিদা সবচেয়ে বেশি । তাই এখন ফেরিওয়ালার ব্যবসা বন্ধ রেখে মাস্ক বিক্রি করছি ।"
রানিগঞ্জের ফুটপাতে চলছে মাস্ক বিক্রি
এ প্রসঙ্গে ওই মাস্ক বিক্রেতা বলেন , " আমি ফেরিওয়ালা । কাল আসানসোল থেকে মাস্ক কিনে এনেছি । সেই মাস্কগুলি ফুটপাতে বিক্রি করছি । কারণ এখন মাস্কের চাহিদা সবচেয়ে বেশি । তাই এখন ফেরিওয়ালার ব্যবসা বন্ধ রেখে মাস্ক বিক্রি করছি ।"
এর পাশাপাশি জনতা কারফিউয় সমর্থনের প্রসঙ্গে টেনে তিনি আরও বলেন ,"আমি প্রধানমন্ত্রীর জনতা কারফিউ সমর্থন করছি । মাস্ক বিক্রি হয়ে গেলে বাড়ি ফিরব । এরপর বাড়িতেই থাকব ।"
Last Updated : Mar 23, 2020, 6:45 AM IST