পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জনতা কারফিউয়ের মাঝেই রানিগঞ্জে চলছে মাস্ক বিক্রি - রানিগঞ্জের ফুটপাতে চলছে মাস্ক বিক্রি

রবিবার জনতা কারফিউয়ের মধ্যে রানিগঞ্জে মাস্ক বিক্রি করতে দেখা গেল এক ফেরিওয়ালাকে । তিনি বলেন , " আমি ফেরিওয়ালা । কাল আসানসোল থেকে মাস্ক কিনে এনেছি । সেই মাস্কগুলি ফুটপাতে বিক্রি করছি । কারণ এখন মাস্কের চাহিদা সবচেয়ে বেশি । তাই এখন ফেরিওয়ালার ব্যবসা বন্ধ রেখে মাস্ক বিক্রি করছি ।"

Ranigaunj
রানিগঞ্জের ফুটপাতে চলছে মাস্ক বিক্রি

By

Published : Mar 23, 2020, 4:56 AM IST

Updated : Mar 23, 2020, 6:45 AM IST

রাनिগঞ্জ , 23 মার্চ : দেশ জুড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে । এই পরিস্থিতিতে দেশবাসীর উদ্দেশে রবিবার জনতা কারফিউয়ের আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী । আর তাতে সাড়া দিয়েছে গোটা দেশ । পশ্চিম বর্ধমানের রানিগঞ্জেও তার প্রভাব পড়েছিল । কিন্তু তার মধ্যেও রানিগঞ্জের ফুটপাতে মাস্ক বিক্রি করতে দেখা গেল ফেরিওয়ালাকে ।

এ প্রসঙ্গে ওই মাস্ক বিক্রেতা বলেন , " আমি ফেরিওয়ালা । কাল আসানসোল থেকে মাস্ক কিনে এনেছি । সেই মাস্কগুলি ফুটপাতে বিক্রি করছি । কারণ এখন মাস্কের চাহিদা সবচেয়ে বেশি । তাই এখন ফেরিওয়ালার ব্যবসা বন্ধ রেখে মাস্ক বিক্রি করছি ।"

শুনে নিন মাস্ক বিক্রেতার বক্তব্য

এর পাশাপাশি জনতা কারফিউয় সমর্থনের প্রসঙ্গে টেনে তিনি আরও বলেন ,"আমি প্রধানমন্ত্রীর জনতা কারফিউ সমর্থন করছি । মাস্ক বিক্রি হয়ে গেলে বাড়ি ফিরব । এরপর বাড়িতেই থাকব ।"

Last Updated : Mar 23, 2020, 6:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details