আসানসোল, 2 অগস্ট: এবার আসানসোলের উপর দিয়ে ছুটবে বন্দে ভারত ! বিহারের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের একটি টুইট অনুযায়ী সেই সম্ভাবনাই প্রবল ৷ মঙ্গলবার একটি টুইটে তিনি জানিয়েছেন, এই মাসেই নয়া বন্দে ভারত ট্রেন উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ট্রেনটি চালু হলে বাংলা-ঝাড়খণ্ড-বিহার সীমানার অন্যতম বড় জংশন আসানসোলে বন্দে ভারত দাঁড়াবে বলে আশা করা হচ্ছে ৷ সেই খবর শুনে খুশি শিল্পাঞ্চলবাসী ৷
বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল আসানসোলের উপর দিয়ে দূরপাল্লার রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করবে ৷ সেটি পুজোর আগেই চালু হয়ে যাবে বলে শোনা যাচ্ছিল ৷ শেষ পর্যন্ত সেই জল্পনা সত্যি হচ্ছে বলে জানালেন বিহারের গোড্ডা লোকসভা কেন্দ্রের সাংসদ নিশিকান্ত দুবে ৷ তিনি টুইটে লেখেন, "দেওঘরে বাবা বৈদ্যনাথের মন্দিরে আগত ভক্তদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ৷ এই মাসেই সবুজ পতাকা দেখিয়ে পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অনেক ধন্যবাদ ৷ এখন আমরা দেওঘর থেকে হাওড়া এবং পটনা পৌঁছব মাত্র আড়াই ঘণ্টায় ৷"
শ্রাবণ মাস চলছে ৷ এই সময় দেওঘরে হাজার হাজার ভক্ত ও ধার্মিক মানুষের ভিড় হয় ৷ মূলত তাঁদের উদ্দেশ্য করেই সাংসদ লিখেছেন, যে দেওঘরে বৈদ্যনাথের মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের বন্দে ভারত এক্সপ্রেস উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর এমনটা হলে, বন্দেভারত আসানসোল জংশনের উপর দিয়েই যাবে ৷ রাজধানী থেকে শুরু করে দূরন্ত, জনশতাব্দী বা অন্যান্য সব গুরুত্বপূর্ণ ট্রেন আসানসোল জংশনে দাঁড়ায় ৷ সেভাবেই বন্দেভারতও থামবে বলে আশা করছেন আসানসোলবাসী ৷ জল্পনা সত্যি হলে তা যে শহরবাসীর জন্য বড় সুখবর হতে চলেছে তাতে সন্দেহ নেই ৷
আরও পড়ুন:ধূপগুড়িতে বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক স্টপেজ, আপ্লুত স্থানীয়রা
উল্লেখ্য, এই মুহূর্তে হাওড়া-পটনা জনশতাব্দী এক্সপ্রেস চলে আসানসোলের উপর দিয়ে ৷ তার থেকেও কম সময়ে হাওড়া থেকে পটনা যাতায়াত করা যাবে বন্দে ভারত চালু হলে ৷ শুধু তাই নয় এই রুটে বন্দে ভারত ট্রেন চললে বাংলা, ঝাড়খন্ড এবং বিহার এই তিন রাজ্যের মানুষ উপকৃত হবে ৷ যদিও রেলের তরফে এখনও বিষয়টি নিয়ে কিছুই সরকারি ভাবে জানানো হয়নি ৷ কিন্তু, গোড্ডার তিনবারের সাংসদ নিশিকান্ত দুবের টুইট যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ বিহারের মানুষজন তাঁর টুইটে ধন্যবাদ ও অভিনন্দন বার্তায় ভরিয়ে দিয়েছেন ৷