দুর্গাপুর, 18 নভেম্বর: আছে ঝাঁ চকচকে ক্লাসরুম থেকে শুরু করে মিড-ডে মিল ৷ আছে পর্যাপ্ত পড়ুয়াও ৷ একটি স্কুলে যা যা পরিকাঠামো থাকা দরকার সবই রয়েছে, শুধু নেই স্থায়ী শিক্ষক(Govt School is Suffering due to Lack of Permanent Teachers)। অবিশ্বাস্য হলেও কাঁকসার মলানদিঘী জুনিয়র বালিকা বিদ্যালয়ে এমনই পরিস্থিতি(Malandighi Junior Girls High School)৷
চারজন অতিথি শিক্ষক থাকলেও তাঁদের অবসরের সময় চলে এসেছে । এক স্কুল থেকে অবসর নিয়ে তাঁরা এই স্কুলে অতিথি শিক্ষক হিসাবে যোগদান করেন ৷ সামান্য বেতনে তাঁরা এখানে শিক্ষকতা করে আসছেন ৷ কিন্তু বয়সের ভারে তাঁরাও আর বেশিদিন ক্লাস নিতে পারবেন না ৷ তাই স্বাভাবিকভাবেই পরবর্তীতে কীভাবে স্কুল চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ুয়ারা ৷
2017 সালে রাজ্য সরকারের অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী মলয় ঘটকের হাতে উদ্বোধন হয় মলানদিঘী জুনিয়র বালিকা বিদ্যালয়ের ৷ এখনও সেই প্রস্তর ফলক জ্বলজ্বল করছে ৷ তবে শুরু থেকেই নাকি এখানে কোনও স্থায়ী শিক্ষক নেই ৷ এমনটাই জানিয়েছেন বর্তমান অতিথি শিক্ষকরা ৷