পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পথ দুর্ঘটনায় মৃত ECL কর্মী, পরিজনের চাকরির দাবিতে বিক্ষোভ - road

দু'নম্বর জাতীয় সড়কে গতরাতে পথ দুর্ঘটনায় মৃত্য়ু হয় এক ECL কর্মীর। তাঁর পরিজনের চাকরির দাবিতে আজ কুনুস্তোরিয়া কোলিয়ারি চত্বরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

সুখময় মুখার্জি

By

Published : Feb 25, 2019, 10:10 PM IST

রানিগঞ্জ, ২৫ ফেব্ররুয়ারি : দু'নম্বর জাতীয় সড়কে গতরাতে পথ দুর্ঘটনায় মৃত্য়ু হয় এক ECL কর্মীর। মৃত ব্যক্তি ECL-এর খনি শ্রমিক ছিলেন। নাম সুখময় মুখার্জি (৪৫)। তাঁর পরিজনের চাকরির দাবিতে আজ কুনুস্তোরিয়া কোলিয়ারি চত্বরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

গতরাতে সুখময় মোটর সাইকেলে যাচ্ছিলেন। সেই সময় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

আজ সুখময়ের মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরাসহ ECL-এর কুনুস্তোরিয়া কোলিয়ারি চত্বরের কর্মীরা। তাদের দাবি, মৃত খনি শ্রমিকের পরিবারকে অবিলম্বে চাকরি দিতে হবে। ECL কর্তৃপক্ষ খনি শ্রমিক এবং শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠক করেছে। কর্তৃপক্ষ জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details