পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অন্ডালে বন্ধ গ্রাম সংলগ্ন DVC প্ল্যান্টের রাস্তা, বিক্ষোভ - dvc plant

DVC-র গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করল প্রায় ৫০০ জন শ্রমিক। দাবি, খুলতে হবে গ্রাম সংলগ্ন DVC-র গেট।

বিক্ষোভে শ্রমিকরা

By

Published : Mar 19, 2019, 2:51 PM IST

অন্ডাল, ১৯ মার্চ : DVC-র গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করল প্রায় ৫০০ জন শ্রমিক। দাবি, খুলতে হবে গ্রাম সংলগ্ন DVC-র গেট। পাশাপাশি আরও কিছু দাবি জানানো হয়।

অন্ডালে DVC প্ল্যান্ট গড়ে তোলার সময় স্থানীয় মানুষের সঙ্গে কর্তৃপক্ষের একটি চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী অন্ডালে যেসব শ্রমিকরা থাকেন, তাঁদের যাওয়া-আসার জন্য প্ল্যান্টের সঙ্গে গ্রাম সংলগ্ন একটি রাস্তা তৈরি করা হবে। সেই রাস্তা তৈরিও হয়। কিন্তু শ্রমিকদের অভিযোগ হঠাৎ করে সেই রাস্তার গেট বন্ধ করে দেওয়া হয়। বলা হয়, পুলওয়ামার জঙ্গি হানার পর প্ল্যান্টের সুরক্ষা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছিল যেসব গ্রামবাসী প্ল্যান্ট তৈরির জন্য জমি দেবে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে জমিদাতাদের মধ্যে অনেকেই সেই ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ। এরপরই আজ সকাল থেকে গেট খোলার ও ক্ষতিপূরণের দাবিতে অবস্থান বিক্ষোভে বসে শ্রমিকরা।

স্বপন চক্রবর্তী নামে এক শ্রমিক জানান, এই গেট বন্ধ হয়ে যাওয়ায় যাতায়াতের সমস্যা হচ্ছে। নাইট ডিউটির সময় ২ নম্বর জাতীয় সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। শ্রমিকদের সুবিধার্থে যদি শীঘ্রই ওই গেট খোলা না হয় ও ক্ষতিপূরণের টাকা দেওয়া না হয় তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলন করবেন তারা।

ABOUT THE AUTHOR

...view details