দুর্গাপুর, 29 এপ্রিল: বিকল VVPAT । বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের 21 নম্বর বুথে 3 ঘণ্টা বন্ধ ভোট । ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট না দিয়ে চলে যান অনেক ভোটার ।
বিকল VVPAT, দুর্গাপুরে বন্ধ ভোটগ্রহণ
VVPAT খারাপ হওয়ার জন্য বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের 21 নম্বর বুথে 3 ঘণ্টা বন্ধ থাকল ভোট ।
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুর্গাপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ প্রাথমিক বিদ্যালয়ের 21 নম্বর বুথে সকাল থেকেই খারাপ হয়ে যায় VVPAT । ফলে একঘন্টা ভোট বন্ধ থাকে । এরপর কিছুক্ষণের জন্য VVPAT কাজ করায়, শুরু হয় ভোট । কিন্তু ওই বুথে ফের মেশিন বিকল হওয়ায় ইঞ্জিনিয়ারকে খবর দেওয়া হয় । ইঞ্জিনিয়ার এসে VVPAT মেরামত করতে প্রায় 3 ঘণ্টা সময় নেয় । প্রচণ্ড গরমে লাইনে দাঁড়িয়ে থাকতে না পেরে অনেক মহিলা ভোটার বাড়ি চলে যান ।
ওই বুথের প্রিসাইডিং অফিসার জানান, সকাল 9টা 15 মিনিট নাগাদ VVPAT খারাপ হয়ে যায়। এরপর আবার 10টা 45মিনিট নাগাদ খারাপ হয়ে যায় VVPAT । ফের ভোট ব্য়াহত হয় । প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় ভোটগ্রহণ । এখনও পর্যন্ত নির্বিঘ্নেই চলছে ভোট ।