পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাঠের ধারে যুবতির ক্ষতবিক্ষত দেহ, বাড়ির উঠোনে পড়ে মা - rape

সালানপুরে বাড়ি থেকে উদ্ধার মা ও মেয়ের মৃতদেহ ।

যুবতির ক্ষতবিক্ষত দেহ

By

Published : Jun 20, 2019, 3:49 PM IST

আসানসোল, 20 জুন : বাড়ি থেকে উদ্ধার মা ও মেয়ের মৃতদেহ । সালানপুর থানার ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় সালানপুর থানার পুলিশ ।

আজ সকালে স্থানীয়রা দেখতে পায় মাঠের ধারে যুবতির নগ্ন ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে । তারপরই স্থানীয়রা দেখে বাড়ির উঠানে তার মায়ের দেহ পড়ে রয়েছে । উভয়কেই ধারালো কোনও অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অনুমান স্থানীয়দের । তবে স্থানীয়দের দাবি, "ধর্ষণ করা হয়েছিল যুবতিকে । ঘটনার সময় তার মা ঘটনাস্থানে পৌঁছে গেলে তার মা কেউ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় ।"

স্থানীয় এক বাসিন্দা বলেন, "বাড়িতে যুবতি ও তার মা একাই থাকত দীর্ঘদিন ধরে । বাবা নিঁখোজ । আজ সকালে দেখি মা ও মেয়ের দেহ পড়ে রয়েছে । ঘটনাটি দেখে আমরা পুলিশকে জানায় । পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ।"

ঘটনার বিষয়ে পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরি বলেন, "রামপুর এলাকা খুবই শান্তিপ্রিয় । আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখানে বাস করে । আমাদের সাথে এলাকার মানুষের খুব ভালো সম্পর্ক । তাই এই ঘটনার সাথে রাজনীতির কোনও যোগ নেই । তবে কী কারণে এমনভাবে খুন করা হল তা অবশ্য তদন্ত করে দেখা হবে ।"

পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details