ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জামুড়িয়ায় জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা, আহত কয়েকজন - WEST BURDWAN

দুই প্রতিবেশীর জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের জামুড়িয়া এলাকায় । ঘটনাটি ঘটেছে জামুড়িয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বেনালি গ্রামের মুসলিমপাড়া এলাকায় । ব্যাপক ভাঙচুরও চালানো হয় ।

jamuria
জামুড়িয়ায় জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র, ব্যাপক ভাঙচুর চলে এলাকায়
author img

By

Published : Jun 29, 2021, 10:55 PM IST

জামুড়িয়া, 29 জুন : জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ৷ ঘটনাটি ঘটেছে জামুড়িয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বেনালি গ্রামের মুসলিমপাড়া এলাকায় । ব্যাপক ভাঙচুরও চালানো হয় । ছোড়া হয় ইট। জানা গিয়েছে, গফুরউদ্দিন ও সৈয়দ আক্কাস দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিবাদের মামলা চলছিল । মঙ্গলবার সকালে বিবাদ চরমে ওঠে । একে অপরের বাড়িতে ইট ছোড়ারও অভিযোগ ওঠে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

গফুরউদ্দিন বলেন, " সৈয়দ আক্কাস বাড়ির জানালা আমার বাড়ির দিকে তৈরি করছিলেন । আমার বাড়ির দিকে সৈয়দ আক্কাসের কোনও জায়গা না থাকায় জানালা বন্ধ করার জন্য আদালতে মামলা করি । 144 ধারাও জারি করা হয় ওই জায়গায় । আমরা বাধা দিতে গিলে সৈয়দ আক্কাস পরিকল্পনা মাফিক বাইরে থেকে দুষ্কৃতীদের এনে বাড়ির ছাদ থেকে লাগাতার ইট ছুড়তে শুরু করে ।"

জামুড়িয়ায় জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা, আহত কয়েকজন

আরও পড়ুন: মলয়ের সঙ্গে দেখা হয়নি, দাবি অগ্নিমিত্রার

ইট ছোড়ার ফলে ভেঙে যায় গফুরবাবুর বাড়ির অ্যাসবেস্টারের ছাদ । বাড়ির কাচের জানালাও ভেঙে যায় । ইটের আঘাতে আহত হয় পরিবারের কয়েকজন সদস্যও । গফুরবাবুর আরও অভিযোগ, সৈয়দবাবু প্রায়শই বোমা ও গুলি ছোড়ার লাগাতার হুমকি দিত । গফুরবাবুর পরিবারের সদস্য মিরাজউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে এসেও দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি । অন্যদিকে সৈয়দ আক্কাসের পরিবারের সদস্যা রাজিয়া বিবি বলেন, আমাদের বাড়ির প্লাস্টার করার জন্য মিস্ত্রি কাজ করতে গেলে মিস্ত্রিদের মারধর করা হয় । জামুড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির আশ্বাসও দেওয়া হয়েছে পুলিশের তরফে ।

ABOUT THE AUTHOR

...view details