জামুড়িয়া, 29 জুন : জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ৷ ঘটনাটি ঘটেছে জামুড়িয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বেনালি গ্রামের মুসলিমপাড়া এলাকায় । ব্যাপক ভাঙচুরও চালানো হয় । ছোড়া হয় ইট। জানা গিয়েছে, গফুরউদ্দিন ও সৈয়দ আক্কাস দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিবাদের মামলা চলছিল । মঙ্গলবার সকালে বিবাদ চরমে ওঠে । একে অপরের বাড়িতে ইট ছোড়ারও অভিযোগ ওঠে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
গফুরউদ্দিন বলেন, " সৈয়দ আক্কাস বাড়ির জানালা আমার বাড়ির দিকে তৈরি করছিলেন । আমার বাড়ির দিকে সৈয়দ আক্কাসের কোনও জায়গা না থাকায় জানালা বন্ধ করার জন্য আদালতে মামলা করি । 144 ধারাও জারি করা হয় ওই জায়গায় । আমরা বাধা দিতে গিলে সৈয়দ আক্কাস পরিকল্পনা মাফিক বাইরে থেকে দুষ্কৃতীদের এনে বাড়ির ছাদ থেকে লাগাতার ইট ছুড়তে শুরু করে ।"