পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chandrayaan in Durga Puja: থিম বদলে গেল চন্দ্রযানে, ইসরোর ইতিহাসে মজেছে চিত্তরঞ্জনের সিমজুরি সর্বজনীন - সিমজুরি সর্বজনীন

রেলশহর চিত্তরঞ্জনে বেশ কয়েকটি পুজো বরাবরই নজর কাড়ে । পুজোর বেশ কয়েকমাস আগে থেকেই থিম নিয়ে তোড়জোর শুরু হয় । চিত্তরঞ্জনের সিমজুরি সর্বজনীন দুর্গাপুজোর এবারের থিম চন্দ্রযান ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 11:03 AM IST

ইসরোর ইতিহাসে মজেছে চিত্তরঞ্জনের সিমজুরি সর্বজনীন

চিত্তরঞ্জন, 26 অগস্ট: থিমের ভাবনা ছিল অন্যরকম । থিম মেকারকে অগ্রিম বুকিংও করা হয়েছিল । কিন্তু চন্দ্রযান-3 সফল হতেই তড়িঘড়ি থিম পাল্টে গেল চিত্তরঞ্জনের সিমজুরি সর্বজনীন দুর্গাপুজোর । তাদের থিম এবার চন্দ্রযান-3 । জোরকদমে সেই থিম ফুটিয়ে তোলার কাজ শুরু হয়েছে । থিম তৈরি হচ্ছে ফেলে দেওয়া, নষ্ট হয়ে যাওয়া ভাঙাচোরা জিনিস দিয়ে ।

রেলশহর চিত্তরঞ্জনে বেশ কয়েকটি পুজো বরাবরই নজর কাড়ে । তারমধ্যে বাংলা-ঝাড়খণ্ড সীমায় সিমজুরি সার্বজনীন দুর্গাপুজোর থিম প্রতিবারই অন্যরকমের হয় । আসানসোল শিল্পাঞ্চল-সহ কয়লা অঞ্চলের মানুষরা যেমন সিমজুরিতে ভিড় জমান, তেমনি ঝাড়খণ্ডের পার্শ্ববর্তী প্রান্তিক গ্রামগুলি থেকেও প্রচুর মানুষজন ঠাকুর দেখতে আসেন চিত্তরঞ্জনের এই দুর্গাপুজোয় । পুজোর বেশ কয়েকমাস আগে থেকেই থিম নিয়ে তোড়জোর শুরু হয় ।

এবারও তার অন্যথা হয়নি । এক থিম মেকারের সঙ্গে কথাও চূড়ান্ত হয়েছিল । তাঁকে অগ্রিম টাকাও দিয়ে দেওয়া হয়েছিল । কিন্তু চন্দ্রযান-3 সফল হতেই সিমজুরি দুর্গাপুজো কমিটি নিজেদের মধ্যে বসে ঠিক করে, পূর্বনির্ধারিত থিম বাতিল ৷ তার বদলে থিম হবে চন্দ্রযান-3 । যেমন ভাবা তেমনি কাজ । বীরভুমের শান্তিনিকেতনের বিশিষ্ট শিল্পী ও থিম মেকার ঝুলন মেহেতরিকে নিয়ে আসা হয়েছে থিম করার জন্য । এবছর 58তম বর্ষে পরল সিমজুরি দুর্গাপুজো । পুজোর বাজেট প্রায় 11 লক্ষ টাকা । এখন রাতদিন এক করে শিল্পী ঝুলন তাঁর টিম নিয়ে ইসরোর ইতিহাসকে তুলে ধরতে ব্যস্ত ।

আরও পড়ুন: শিবশক্তি পয়েন্টের চারপাশে ঘুরছে প্রজ্ঞান, ভিডিয়ো প্রকাশ করল ইসরো

কী থাকবে এই থিমে ?

শিল্পী ঝুলন মেহেতরি জানিয়েছেন, মন্ডপে ঢোকার মুখে থাকবে বিরাট চন্দ্রযান উপর দিকে উঠবে ৷ তার সঙ্গে ধোঁয়া-লাইট-সাউন্ড দিয়ে অন্যরকমের পরিবেশ তৈরি করা হবে । গোটা মন্ডপকে তুলে ধরা হবে মহাকাশের আদলে । মহাকাশের সমস্ত কিছুই দেখা যাবে । দেখা যাবে মহাকাশচারীদেরও । শুধু তাই নয়, সেখানে চন্দ্রযান থেকে প্রোজ্ঞান রোভার বেরিয়ে আসছে এমন মুভিং মডেলও দেখতে পাওয়া যাবে ।

কী দিয়ে তৈরি হচ্ছে এই থিম ?

শিল্পী বলেন, ‘‘এই থিম সম্পূর্ণ তৈরি হচ্ছে ফেলে দেওয়া নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র দিয়ে । আমরা এখানে বাড়ি বাড়ি গিয়ে ফেলে দেওয়া জিনিসপত্র সংগ্রহ করেছি । এছাড়াও বিভিন্ন সাইকেল, মোটরসাইকেল গ্যারেজে গিয়ে জিনিসপত্র তুলে এনেছি । এমনকী ডাস্টবিন থেকেও সংগ্রহ করেছি প্রচুর জিনিস। ফেলে দেওয়া সেই জিনিসপত্র দিয়েই সমস্ত তৈরি হচ্ছে ।’’

আরও পড়ুন: আরও বাড়ল ক্লাবগুলির পুজোর অনুদান, বিদ্যুতের বিলে বাড়তি স্বস্তি দিলেন মমতা

ABOUT THE AUTHOR

...view details