পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Housewife Murder: কন্যাসন্তান জন্ম দেওয়ায় বধূকে মেরে ফেলার অভিযোগ, শাশুড়িকে গণধোলাই জনতার - দুর্গাপুরের খবর

দেড় বছর আগে কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর থেকে শুরু হয় শ্বশুরবাড়ির অকথ্য অত্যাচার (Housewife Murder)৷ এর মধ্যে বুধবার রাতে গৃহবধূকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ আটক স্বামী, শ্বশুর ও শাশুড়ি ৷

ETV Bharat
কন্যাসন্তান জন্ম দেওয়ায় অত্যাচারে রহস্যমৃত্যু বধূর

By

Published : Sep 8, 2022, 10:51 PM IST

দুর্গাপুর, 8 সেপ্টেম্বর: কন্যাসন্তানের জন্ম দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ(Brides mysterious death due to torture after giving birth to a daughter)৷ গ্রেফতার মৃত বধূর স্বামী ও শ্বশুর ৷ বধূর বাপেরবাড়ির লোকজন ও এলাকাবাসীর রোষের মুখে শাশুড়ি ৷ চলল গণধোলাই ও বাড়ি ভাঙচুর । খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দুর্গাপুর থানার পুলিশ(durgapur news)।

মৃত বধূর নাম প্রথমা বিশ্বাস (20)। আড়াই বছর আগে অন্ডালের দুবচুরুরিয়া এলাকার প্রথমার সঙ্গে বিয়ে হয় দুর্গাপুরের ধোবিঘাট এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাসের । বিয়ের পরপরই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য শ্বশুরবাড়ির লোকজন চাপ দিত বলে অভিযোগ । গত দেড় বছর আগে এক কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর থেকে অত্যাচার চরমে ওঠে ৷

আরও পড়ুন :দুর্গাপুরের বেনাচিতিতে খুন কাবুলিওয়ালা

বুধবার রাতে শ্বশুর-শাশুড়ি এবং স্বামী মিলে প্রথমাকে মারধর শুরু করে । এরপর তাঁর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ বাপের বাড়ির লোকজনের । এই ঘটনায় বৃহস্পতিবার সকালেই শ্বশুর এবং স্বামীকে আটক করে দুর্গাপুর থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের ডিএসপি হাসপাতালে ।

কন্যাসন্তান জন্ম দেওয়ায় অত্যাচারে রহস্যমৃত্যু বধূর

বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে বাবার বাড়ির লোকজন এবং এলাকাবাসীরা একজোট হয়ে শাশুড়ি সোমা বিশ্বাসকে গণধোলাই শুরু করে । ভাঙচুর চালানো হয় বাড়িতেও । এলাকাবাসীদেরও অভিযোগ, মৃতা গৃহবধূকে লাগাতার অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন । অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছে শ্বশুরবাড়ির লোকজন । অভিযুক্ত শাশুড়িকেও আটক করেছে দুর্গাপুর থানার পুলিশ ।

আরও পড়ুন :চাবিই ধরিয়ে দিল আসল খুনিকে, কাবুলিওয়ালা খুনে পুলিশের হাতে নয়া তথ্য

ABOUT THE AUTHOR

...view details