দুর্গাপুর, 3 ডিসেম্বর : দুর্গাপুরের ভিড়িঙ্গিতে পথ দুর্ঘটনা । মৃত 1 ও আহত 3 জন । মৃতের নাম আকাশ ভান্ডারি (19) । আহতরা স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন । ভিড়িঙ্গিতে 2 নম্বর জাতীয় সড়কের উপর উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটে ।
দুর্গাপুরে পথ দুর্ঘটনা, মৃত যুবক - accident
দুর্গাপুরের ভিড়িঙ্গি উড়ালপুলে পথ দুর্ঘটনায় মৃত যুবক । আহত 3 জন ।
গতকাল বিকেলে ভিড়িঙ্গি উড়ালপুলে অণ্ডাল থেকে মুচিপাড়া যাওয়ার লেনে উলটো দিক থেকে একটি বাইক আসছিল । সেইসময় একটি গাড়ি ওই বাইকে ধাক্কা মারলে বাইকে থাকা 2 জন ছিটকে পড়ে যায় । ঘটনাস্থানেই মৃত্যু হয় বাইক চালকের । দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাইকটি ছিটকে অন্য একটি বাইকে ধাক্কা মারলে আহত হয় আরও 2 জন । তাদের সকলকেই নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভরতি করা হয় । পালিয়ে যায় গাড়িটি ।
ঘটনাস্থানে আসেন ACP(ট্র্যাফিক) ও ফরিদপুর ফাঁড়ির পুলিশ । মৃতদেহটি তুলে হাসপাতালে পাঠানো হয় । জানা গেছে, মৃত আকাশের বাড়ি দুর্গাপুরের ধান্ডাবাগে । সে হেলমেট না পরেই বাইক চালাচ্ছিল বলে জানা গেছে ।