খণ্ডঘোষ , 22 জুন : BJP কর্মীকে খুনের প্রতিবাদে আজ বিকেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল BJP কর্মীরা । গতরাতে খণ্ডঘোষের বেরুগ্রাম দিঘির পাড় এলাকা থেকে এক BJP কর্মীর মৃতদেহ উদ্ধার হয় । তার নাম গোপাল পাল । এই ঘটনায় অভিযোগের তির ওঠে তৃণমূলের দিকে । এর প্রতিবাদে আজ খণ্ডঘোষের বাদুলিয়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মীরা ।
গতরাতে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন গোপালবাবু । অভিযোগ, সেইসময় তাঁকে শ্বাসরোধ করে খুন করে তৃণমূলের লোকজন । স্থানীয় বাসিন্দারা গলায় ফাঁস লাগানো অবস্থায় গোপালবাবুর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন । এরপরেই তাঁরা পুলিশে খবর দেন । খবর পয়ে ঘটনাস্থানে যায় খণ্ডঘোষ থানার পুলিশ । তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
ভিডিয়োয় শুনুন নিমাই যশের বক্তব্য গোপালবাবু এলাকার সক্রিয় BJP কর্মী ছিলেন । BJP-র অভিযোগ, কয়েকদিন ধরে ওই এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে । গোপালবাবু BJP করেন বলে তাকে হুমকি দিয়েছিল তৃণমূলের কর্মীরা । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই গোপালবাবুকে খুন করে । বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁ বলেন, "খণ্ডঘোষ থানার OC BJP কর্মীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন । তিনি বলছেন কোনওভাবেই BJP করা যাবে না । BJP কর্মীরা শান্ত আছে বলেই কর্মী খুন হওয়ার পরেও ভাটপাড়া মতো এখানে উত্তেজনা এখনও ছড়ায়নি । BJP কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে এলাকায় আগুন ধরে যেত ।
কিন্তু এই ঘটনার পরেও যদি পুলিশ দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেয় , তাহলে BJP কর্মীরা এখানে বৃহত্তর আন্দোলনে নামবেন ।" আজ বিকেলে মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় BJP নেতা কর্মীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।
গোপালবাবুর ছেলে বলেন, " বাবাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ।" কিন্তু, কারা এই ঘটনায় জড়িত তা নিয়ে তিনি কিছু বলেননি । খণ্ডঘোষের তৃণমূল ব্লক সভাপতি অপার্থিব ইসলাম বলেন, "এই ঘটনার সঙ্গে রাজনীতি কোনও সম্পর্ক নেই। "