দুর্গাপুর, 21 জানুয়ারি: দুর্গাপুরে বৈঠকে অংশগ্রহণ করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee) কড়া আক্রমণ করলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা (BJP MP Raju Bista) ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষকে অপমান করেছেন বলে এদিন তিনি আক্রমণ সাধালেন ৷ রাজু বিস্তা শনিবার দাবি করেন, বিমল গুরুং (Bimal Gurung) এখনও মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের (TMC) পাশেই রয়েছেন ৷
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন আসন্ন (Panchayat Election) ৷ তার পরেই 2024 সালের লোকসভা নির্বাচন ৷ তার আগে দুর্গাপুরে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির বৈঠক (BJP state conference) অনুষ্ঠিত হতে চলেছে । এই বৈঠক উপলক্ষে পাঁচজন কেন্দ্রীয় পর্যবেক্ষকের উপস্থিতিতে আজ দ্বিতীয় দিনে মোট সাড়ে 450 জন প্রতিনিধি সারা রাজ্য থেকে উপস্থিত থাকবেন । বৈঠকের দ্বিতীয় দিনে ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন নেতা জনসংযোগের কারণে দুর্গাপুরের বিভিন্ন মন্দিরে পুজো দিতে যান ।
এদিন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার সাগরভাঙ্গা এসবি মোড়ে সংকটমোচনের মন্দিরে পুজো দিতে যান । সেখানে পুজো দেওয়ার পর তিনি উপস্থিত সাংবাদিকদেরকে দার্জিলিংয়ের বিভিন্ন ইস্যু নিয়ে বলতে গিয়ে বলেন, "গত কুড়ি বছর দার্জিলিংয়ের কোনও পঞ্চায়েতের নির্বাচন হয়নি । দার্জিলিংয়ে পৌরসভার নির্বাচন হয়েছিল । কিন্তু মমতা দিদি সেই বোর্ড ছ-মাসের মধ্যে ভেঙ্গে দিয়ে তাঁর মনের মত লোকদেরকে সেখানে বসিয়ে দিয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে গণতন্ত্র চান না, একথা স্পষ্ট । মমতা বন্দ্যোপাধ্যায় তরাই-ডুয়ার্স-দার্জিলিংয়ের গোর্খাদের এবং আদিবাসীদের কোনও ভাল হোক চান না ।"