পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিকাশ মিশ্রকে হেফাজতে নিল সিবিআই - সিবিআই আদালতে তোলা হল বিকাশ মিশ্রকে

16 মার্চ দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছিল কয়লা ও গোরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে ৷ তিহার জেলে থাকাকালীন তাঁকে সিবিআই নিজেদের হেফাজতে নেওয়ার পরিপ্রেক্ষিতে আসানসোল সিবিআই আদালতে তোলার আবেদন করে। পরে তা মঞ্জুর হলে আজ আসানসোল সিবিআই আদালতে তোলা হয় তাঁকে ৷ যদিও এখনও পর্যন্ত ফেরার বিকাশ মিশ্রর দাদা বিনয় মিশ্র ৷

বিকাশ মিশ্র
বিকাশ মিশ্র

By

Published : Apr 16, 2021, 6:37 PM IST

আসানসোল, 16 এপ্রিল : বেআইনি কয়লাকাণ্ডে জড়িত বিকাশ মিশ্রকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয় । আজ থেকে ঠিক এক মাস আগে অর্থাৎ 16 মার্চ দিল্লির বসন্ত বিহার থেকে ইডি তাঁকে গ্রেফতার করে ৷ এরপর তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি। তিহার জেলে ছিলেন বিকাশ ৷ এরপর সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে ৷ তার পরিপ্রেক্ষিতে এদিন তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয় ৷ 14 দিনের হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই ৷ বিচারক বিকাশ মিশ্রকে সাতদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন ৷

বেআইনি কয়লা কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। কয়লাকাণ্ড নিয়ে সিবিআই তৎপর হতে বিনয় মিশ্র এবং তাঁর ভাই বিকাশ গা ঢাকা দেয়। যদিও বিনয় মিশ্রের এখনও পর্যন্ত কোনও হদিস পাওয়া যায়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত তাঁর দাদা বিনয় মিশ্র ফেরার রয়েছে। তাঁর বিরুদ্ধে রেড কার্পেটে ওয়ারেন্ট জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই বিকাশকে নিজেদের হেফাজতে নেওয়ার পরিপ্রেক্ষিতে আসানসোল সিবিআই আদালতে তোলার জন্য আবেদন করে। তা মঞ্জুর হয়। সেই মোতাবেক আজ আসানসোল সিবিআই আদালতে তোলা হল বিকাশ মিশ্রকে। এদিন আদালতে বিকাশকে তোলার সময় হলুদ টিশার্ট , মুখে সবুজ মাস্ক পরিহিত বিকাশের চোখে মুখে ছিল ক্লান্তির ছাপ।

আরও পড়ুন :গরু পাচারকাণ্ডে দিল্লি থেকে গ্রেফতার বিকাশ মিশ্র

সিআইডি সূত্রে খবর, দিল্লি থেকে তাঁকে প্রথমে ঝাড়খণ্ডের ধানবাদে নিয়ে আসা হয়। তারপর সেখান থেকে গাড়িতে আসানসোল সিবিআই আদালতে নিয়ে আসা হয়। বিকাশ মিশ্রের দাদা বিনয় মিশ্র কয়লা মাফিয়াদের সঙ্গে যোগাযোগ স্থাপন করত। তাঁকে হেফাজতে নিলে অনেক তথ্য ও প্রভাবশালীদের নাম বেরিয়ে আসতে পারে বলে মনে করছে সিবিআই।

ABOUT THE AUTHOR

...view details