দুর্গাপুর ,18 এপ্রিল: পশ্চিম বর্ধমানে ভোটগ্রহণ 26 এপ্রিল ৷ তার আগে শনিবার দুর্গাপুর মহকুমার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নিয়ে বণিকসভার একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাস । সেখানে তৃণমূল নেতা-কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি মোদি-অমিতকে নিশানা করেন তিনি ৷ বিজেপি সরকার যে বহিরাগত, সে কথাও তিনি ফের মনে করিয়ে দেন ৷ পাশাপাশি বাংলায় মমতা থাকতে মোদি সরকারের ঘাঁটি গাড়া যে কার্যত অসম্ভব সেকথাও জোর দিয়ে বলেন ৷
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরূপ বলেন , "বিজেপি যা বলে তা মিথ্যে । এর আগে দিল্লির নির্বাচনে নরেন্দ্র মোদী, অমিত শাহরা বলেছিলেন, তাঁরা 70টি আসনের মধ্যে 65টি আসন পাবে ৷ কিন্তু দেখা গিয়েছিল একেবারে উল্টো পরিস্থিতি । দিল্লিতে ধরাশায়ী হতে হয়েছে বিজেপিকে । " এবারে বিজেপি প্রতিটা সভায় বাংলা দখলের কথা বলে এসেছে ৷ সেপ্রসঙ্গে অরূপ বলেন, "আমি বলছি বাংলায় বিজেপি 70টিরও বেশী আসন পাবে না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় 200টিরও বেশি আসনে জয়লাভ করবেন ৷ "