পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-তে যোগ শুভেন্দু, অভিষেক, সুব্রত-র ! রসিকতা বাবুলের - joining

BJP-তে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সি।

আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়

By

Published : Mar 10, 2019, 11:49 PM IST

রানিগঞ্জ, ১০ মার্চ : BJP-তে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সি। আজ BJP-তে যোগদানকারী তৃণমূল কর্মীদের নাম ঘোষণার সময় রসিকতা করে এই নামগুলি নেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। পরে অবশ্য বলেন, "ওহ। ভুল তালিকা পড়ছি।"

আজ BJP-তে যোগ দেন রানিগঞ্জের প্রায় ৩০০ তৃণমূল কর্মী। তাঁদের নাম ঘোষণার সময় রসিকতা করেন আসানসোলের BJP সাংসদ বাবুল সুপ্রিয়। বলেন, "আজ BJP-তে যোগ দিচ্ছেন সুমন চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোমরা একে একে লাইন করে মঞ্চে চলে এসো। এরা আজ BJP-তে যোগদান করছে।" পরে অবশ্য তিনি বলেন, "ওহ ভুল লিস্ট পড়ছি।"

কয়েকদিন আগেও BJP-তে যোগদান করেছিলেন রানিগঞ্জের প্রায় ১৫০ তৃণমূল কর্মী। আজ ফের ৩০০ জন তৃণমূল কর্মী BJP-তে যোগ দেন। কারণ জিজ্ঞাসা করায় তৃণমূল কর্মীরা জানান, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যের সাধারণ মানুষ কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা পায়। কিন্তু তাঁরা কোনও সুবিধা পান না। তাই তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details