জামুড়িয়া, 6 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । এর জেরে বিপাকে পড়েছে অনেকেই । প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তরফে ইতিমধ্যেই খোলা হয়েছে ত্রাণ তহবিল । সেখানে অনেকেই অনুদান দিয়েছেন । এবার দরিদ্রদের খাদ্যসামগ্রী বিলির পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করল জামুড়িয়ার চিচুড়িয়া আদর্শ ক্লাব ।
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 51 হাজার টাকা অনুদান জামুড়িয়ার ক্লাবের - coronavirus safety
জামুড়িয়ার প্রত্যন্ত গ্রামের দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াল চিচুড়িয়া আদর্শ ক্লাব । মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও ৫১হাজার টাকা দিয়েছে তারা।
প্রতিদিনই এলাকার দরিদ্রদের জন্য চাল, ডাল সহ অন্য খাদ্যসামগ্রী বিলি করছে ওই ক্লাবটি । দরিদ্রদের নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও 51 হাজার টাকা অনদান দিয়েছে তারা ।
চিচুড়িয়া আদর্শ ক্লাবের সম্পাদক বিশ্বনাথ সাঙ্গুই বলেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে প্রথম সারিতে দাঁড়িয়ে কোরোনা ভাইরাসের মোকাবিলা করছেন তাতে আমরা অনুপ্রাণিত । এলাকার দরিদ্রদের প্রতিদিনই চাল, ডাল থেকে শুরু করে অন্য সামগ্রী দিচ্ছি । লকডাউনে দরিদ্ররা যাতে খেয়ে থাকে তার জন্যই আমাদের এই ছোটো প্রয়াস । এর সঙ্গে আমাদের ক্লাবের সকল সদস্য সম্মিলিতভাবে 51হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিচ্ছি।"