আসানসোল, ১ মার্চ : লকডাউন ঘোষণার পর পুলিশি তৎপরতা সত্ত্বেও একাধিক জায়গায় জমায়েত লক্ষ্য করা গেছে । বাজারেও সামাজিক দূরত্ব না মেনে ভিড় করতে দেখা যায় অনেককে । তাই প্রশাসনের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল আসানসোলের সবজি মাণ্ডি । সংকীর্ণ গলির মতো বাজারে ঠাসাঠাসি ভিড় । যে কারণে সংক্রমণের আশঙ্কা ছিল । আর তাই রেলের সহযোগিতায় আসানসোল সবজি মাণ্ডিকে ইস্টার্ন রেল স্কুলের মাঠে সরানো হল ।
কোরোনা-আতঙ্ক : সরানো হল আসানসোলের সবজি মাণ্ডি - undefined
কোরোনা সংক্রমণ রুখতে আসানসোল সবজি বাজারকে সরানো হল ইস্টার্ন রেলের স্কুল মাঠে ।
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে প্রথমেই সবজি বাজার সরানোর সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন । এবার সেই পথে হাঁটল আসানসোলও । রেল সূত্রে জানা গিয়েছে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে আসানসোল রেল ডিভিশনের DRM সুমিত সরকারের কাছে অনুরোধ করা হয়েছিল, যদি ইস্টার্ন রেলওয়ে স্কুলের মাঠটি ব্যবহার করার সুযোগ দেওয়া হয় তাহলে সবজি বাজারকে ওই স্থানে নিয়ে যাওয়া সম্ভব । রেল অনুমতি দেয়। সেইমতো ইস্টার্ন রেলওয়ে স্কুল ময়দানে আসানসোলের সবজি মান্ডিকে নিয়ে যাওয়া হয়েছে ।
মোট ৯২ জন সবজি বিক্রেতা ইস্টার্ন রেল স্কুলের মাঠে সবজি বিক্রয় শুরু করেছে গতকাল থেকে। বিক্রেতারাও দূরত্ব বজায় রেখেই কেনাকাটা করছেন । যাতে অহেতুক জমায়েত না হয় বা দূরত্ব বজায় রেখে সবাই বাজার করে, সেই কারণে রেল RPF মোতায়েন করেছে । আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশকর্মীরাও সহায়তা করছেন, যাতে মানুষজন সুরক্ষিত হয়ে সবজি বাজার করতে পারেন ।