টিম চন্দ্রযানের বিজ্ঞানী রিমাকে নিয়ে গর্বিত আসানসোল আসানসোল, 25 অগস্ট: বৃহস্পতিবার থেকে সোশাল মিডিয়া তোলপাড় আসানসোলের মেয়ে রিমা ঘোষকে নিয়ে । তিনি বর্তমানে ইসরোর বিজ্ঞানী । চন্দ্রযান-3 অভিযানের গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রিমা ঘোষ । আসানসোলের এজি চার্চ স্কুল থেকে পড়াশোনা করা রিমা গোটা শহরের গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে রাতারাতি । কিন্তু রিমার পরিবারের সঙ্গে কিছুতেই যোগাযোগ করা যাচ্ছিল না । তাঁর স্কুলের সঙ্গে যোগাযোগ করা গেলেও স্কুল কর্তৃপক্ষ জানাতে পারেনি আসানসোলের কোথায় রিমা ঘোষদের বাড়ি । কিমবা বর্তমানে পরিবারের কেউ আসানসোলে থাকেন কি না । এই প্রথমবার ইটিভি ভারতের ক্যামেরার মুখোমুখি রিমা ঘোষের ভাই কুন্তল ঘোষ জানালেন তাঁদের প্রতিক্রিয়া ।
আসানসোলের হিলভিউ এলাকায় বাড়ি রিমা ঘোষের । বাবা চন্দনকুমার ঘোষ ছিলেন কন্যাপুর পলিটেকনিক কলেজের শিক্ষক । বর্তমানে অবসর নিয়েছেন । মা অসুস্থ । রিমা ঘোষের ভাই কুন্তল ঘোষ আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিকস ও কমিউনিকেশন বিভাগের প্রধান পদে চাকুরিরত । দিদি এবং ভাই দুজনেই উচ্চশিক্ষিত । কিন্তু মায়ের শারীরিক কারণের জন্যই কুন্তলকে আসানসোলে থাকতে হচ্ছে ।
টিম চন্দ্রযানে আসানসোলের বিজ্ঞানী রিমা ঘোষ কলেজে নিজের চেম্বারে শুধুমাত্র ইটিভি ভারতের প্রতিনিধিকে রিমা ঘোষের ভাই কুন্তল ঘোষ বলেন,
"আমি তার ভাই হিসেবে প্রচণ্ড গর্বিত অনুভব করছি । তবে শুধু এটা আমার কিংবা আসানসোলবাসীদের গর্বের বিষয় নয় । এটা সারা দেশের গর্বের বিষয় । আমার দিদি প্রচণ্ড কষ্ট ক'রে কাজ করেছে । বিক্রম ল্যান্ডার এবং প্রোজ্ঞান রোভারের উপর বিশেষ ভাবে কাজ করেছে । বিশেষ করে এই 14 দিন ধরে প্রজ্ঞান রোভার যে ডাটা সংগ্রহ করবে, মিনারেল কালেক্ট করবে, আরও নানা তথ্য সংগ্রহ করবে তার নিয়ন্ত্রণ করছে দিদিদের টিম ।"
রিমা ঘোষের পঠন-পাঠন ও বেড়ে ওঠা কেমন ছিল ? এই প্রশ্নের উত্তরে কুন্তল ঘোষ জানান, ''আমার দিদির কলকাতায় জন্ম হলেও আসানসোলেই তার বেড়ে ওঠা । আসানসোলের এজি চার্চ স্কুলে দশম শ্রেণি পর্যন্ত তার পড়াশোনা । জীবনের প্রথম বড় পরীক্ষায় আসানসোলের মধ্যে সেকেন্ড টপার হয়েছিল । পরবর্তীকালে লা মার্টেনিয়ার কলেজে পড়াশোনা হাই সেকেন্ডারি পর্যন্ত । কিন্তু জয়েন্টে ভালো র্যাঙ্ক হয়নি । তখন আসানসোলে ইঞ্জিনিয়ারিং কলেজও ছিল না । তাই মহারাষ্ট্রে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চলে যায় দিদি । সেখান থেকে বি-টেক করার পর জলপাইগুড়িতে বেশ কিছুদিন শিক্ষকতা করেছে । পরবর্তীকালে যাদবপুরে কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে এম-টেক করে । এরপর টেকনো ইন্ডিয়াতেও বেশ কিছুদিন চাকরি করেছে । তারপরে ইসরোতে যোগ । 2008 সাল থেকে ইসরোতেই বিজ্ঞানী হিসেবে রয়েছে আমার দিদি ।"
আরও পড়ুন:ছোট্ট সোনা বিজ্ঞানী হয়ে গেল, কৌশিকের সাফল্যে উচ্ছ্বসিত ‘রত্নগর্ভা’ মা
চন্দ্রযান তিনের সফল অবতরণের পরে দিদির সঙ্গে বেশি কথা বলতে পারেননি কুন্তল । কারণ প্রজ্ঞান রোভারের নিয়ন্ত্রণ নিয়ে এখন ব্যস্ত রয়েছেন বিজ্ঞানী রিমা ঘোষ । যদিও জানিয়েছেন পুজোর সময় আসানসোলে আসবেন রিমা । আর গোটা আসানসোল অপেক্ষায়, সোনার মেয়েকে বরণ করে নেওয়ার জন্য ।