জামুড়িয়া, ৭ মার্চ : ট্রাকের সঙ্গে বাসের রেষারেষি। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল বাস। আহত হলেন ১৫ যাত্রী। দুর্ঘটনাটি জামুড়িয়ার দু'নম্বর জাতীয় সড়কের চান্দা মোড়ের। আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে জামুড়িয়া থানায় নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। বাসটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারায় আপাতত বিদ্যুৎ সংযোগ বন্ধ পার্শ্ববর্তী এলাকায়। ঘটনাস্থানে জামুড়িয়া থানার পুলিশ।
রেষারেষির সময় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বাসের, আহত ১৫ - tourist bus
জামুড়িয়ার দু'নম্বর জাতীয় সড়কের চান্দা মোড়ের কাছে কের সঙ্গে বাসের রেষারেষিতে আহত ১৫
বাস দুর্ঘটনা
আজ ভোরে দু'নম্বর জাতীয় সড়কের কাছে ওই টুরিস্ট বাস ও একটি ট্রাকের রেষারেষি হচ্ছিল। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে একটি বিদ্যুতের খুঁটিতে। পরে একটি ফলের দোকানে ধাক্কা মারে। আহত হয় ১৫ জন।
দুর্ঘটনার জেরে চাঁন্দা গ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে যায়। দ্রুত খুঁটিটি সারাইয়ের কাজ চলছে।