পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ADDA Eviction: আড্ডা'র উচ্ছেদ অভিযান রুখল সিটি সেন্টারের দোকান মালিক ও ক্লাব সদস্যরা - ADDA eviction stooped by the local shop Keepers

আসানসোল-দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির উচ্ছেদ অভিযান বন্ধ করল সিটিসেন্টারের দোকানমালিক ও ক্লাবের সদস্যরা ৷ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকান এবং স্বেচ্ছাসেবী সংস্থার কার্যালয়ে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েন তাঁরা ৷

ETV Bharat
আড্ডার উচ্ছেদ অভিযান

By

Published : Aug 8, 2023, 11:06 PM IST

অভিযান রুখল সিটিসেন্টারের দোকানমালিক ও ক্লাবের সদস্যরা

দুর্গাপুর, 8 অগস্ট :বেশ কিছুদিন ধরেই আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বেআইনি দখলদারির উচ্ছেদ অভিযান চলছে ৷ মঙ্গলবার এই উচ্ছেদ অভিযানে গিয়েই চূড়ান্ত বাধার মুখে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা ৷ দুর্গাপুরে সিটি সেন্টারের বিদিশা মোড়ে আসানসোল- দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির (আড্ডা) জমিতে গজিয়ে ওঠা দোকান ও স্বেচ্ছাসেবী সংস্থার কার্যালয় উচ্ছেদ করতে গিয়েই বাধার মুখে পড়েন আড্ডার আধিকারিকরা ৷

এলাকার দোকানদারদের অভিযোগ তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙা হচ্ছে না কিন্তু তাদের দোকানগুলি ভেঙে দেওয়া হচ্ছে । উচ্ছেদ করতে হলে সমস্তটাই করতে হবে বলেও তারা দাবি তোলেন তাঁরা । তারপরেই আড্ডার আধিকারিকদের ধাওয়া করে এলাকাছাড়া করেন দোকানের মালিকেরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের সঙ্গে বচসা থেকে ধস্তাধস্তিতে পৌঁছে যায় ।

এই প্রসঙ্গেই স্থানীয় দোকানদার অখিল সিং বলেন, "আড্ডার উচ্ছেদের বিরুদ্ধে আমরা নই, কিন্তু বর্তমানে জিনি সিইও এবং চেয়ারম্যান বেছে বেছে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন । এইরকম লোকেদেরকে অবিলম্বে তাড়িয়ে দেওয়া উচিত । তা না হলে আড্ডাতে আগুন জ্বলবে । তৃণমূলের পার্টি অফিস কেন ভাঙা হচ্ছে না? ছোট ছোট দোকানঘর গুলিকে ভেঙে কী লাভ?"

আরও পড়ুন:হাইকোর্টের বকেয়া বেতন পরিশোধের নির্দেশে আশায় বুক বাঁধছেন ইসিএলের শিক্ষকরা

আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, "কোনও রেয়াত করা হবে না । যারা বাধা দিয়েছে তাদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে । বেআইনি সবকিছু ভেঙে ফেলা হবে । পুলিশকে এবং আমাদের আধিকারিককে বাধা দিয়ে অভিযান বন্ধ করা যাবে না। "

আরও পড়ুন:মন্ত্রীর হাত ধরেই সূচনা দক্ষিণবঙ্গের বিগ বাজেটের অন্যতম সেরা দুর্গাপুজো'র

দুর্গাপুর পৌর ভোটের আগে একদিকে আড্ডার উচ্ছেদ অভিযান আর অন্যদিকে রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদের নোটিশকে ঘিরে তীব্র চঞ্চল্য জনমানষে। এর প্রভাব যে আগামী পৌরভোটে পড়তে চলেছে তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট।

ABOUT THE AUTHOR

...view details