দুর্গাপুর, 8 অগস্ট :বেশ কিছুদিন ধরেই আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বেআইনি দখলদারির উচ্ছেদ অভিযান চলছে ৷ মঙ্গলবার এই উচ্ছেদ অভিযানে গিয়েই চূড়ান্ত বাধার মুখে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা ৷ দুর্গাপুরে সিটি সেন্টারের বিদিশা মোড়ে আসানসোল- দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির (আড্ডা) জমিতে গজিয়ে ওঠা দোকান ও স্বেচ্ছাসেবী সংস্থার কার্যালয় উচ্ছেদ করতে গিয়েই বাধার মুখে পড়েন আড্ডার আধিকারিকরা ৷
এলাকার দোকানদারদের অভিযোগ তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙা হচ্ছে না কিন্তু তাদের দোকানগুলি ভেঙে দেওয়া হচ্ছে । উচ্ছেদ করতে হলে সমস্তটাই করতে হবে বলেও তারা দাবি তোলেন তাঁরা । তারপরেই আড্ডার আধিকারিকদের ধাওয়া করে এলাকাছাড়া করেন দোকানের মালিকেরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের সঙ্গে বচসা থেকে ধস্তাধস্তিতে পৌঁছে যায় ।
এই প্রসঙ্গেই স্থানীয় দোকানদার অখিল সিং বলেন, "আড্ডার উচ্ছেদের বিরুদ্ধে আমরা নই, কিন্তু বর্তমানে জিনি সিইও এবং চেয়ারম্যান বেছে বেছে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন । এইরকম লোকেদেরকে অবিলম্বে তাড়িয়ে দেওয়া উচিত । তা না হলে আড্ডাতে আগুন জ্বলবে । তৃণমূলের পার্টি অফিস কেন ভাঙা হচ্ছে না? ছোট ছোট দোকানঘর গুলিকে ভেঙে কী লাভ?"