রানিগঞ্জ, 17 জুন :বুধবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে রানিগঞ্জ এলাকায় ৷ আর বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিতে গিয়ে প্রাণ হারাতে হল এক পথকুকুরকে ৷ তাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল সঞ্জীব চক্রবর্তী নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের অশোকপল্লি এলাকায় ৷
জানা গিয়েছে , বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় খুঁজছিল ওই সারমেয় ৷ সেই সময় অশোকপল্লি এলাকার সঞ্জীব চক্রবর্তীর বাড়িতে আশ্রয় নেয় সে ৷ অভিযোগ, সঞ্জীব সারমেয়টিকে নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলে ৷ এরপর তাকে রাস্তায় ফেলে দিয়ে যায় ৷ খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে যান ৷
এই ঘটনার প্রতিবাদে রানিগঞ্জের একটি পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সঞ্জীব চক্রবর্তীর নামে রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । সংস্থার সদস্য় সৌরভ মুখোপাধ্যায় বলেন, "পথপশুদের এভাবে অত্যাচার করা বন্ধ হোক । দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি । "
পিটিয়ে হত্যা করা হল এক পথ কুকুরকে আরও পড়ুন :টানা বৃষ্টি, ভেসে যেতে যেতে অল্পের জন্য রেহাই পেল ম্যাটাডোর
অন্যদিকে এলাকার বাসিন্দা সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, "কুকুরটিকে পিটিয়ে মারা হয়েছে। এই ধরনের বর্বরোচিত ঘটনা বন্ধ করতে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক ।" ঘটনার পর থেকেই অভিযুক্ত সঞ্জীব চক্রবর্তী পলাতক ।