পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"দাদা চেয়েছিল মরে যাই, প্রোটিনের নাম করে ঘুমের ওষুধ খাওয়াত" - salanpur

দুই বোনকে ঘুমের ওষুধ খাইয়ে তালা বন্ধ করে পালিয়ে যাওয়ায় অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।

স্বরূপ নাগ

By

Published : Feb 19, 2019, 3:52 PM IST

সালানপুর, ১৯ ফেব্রুয়ারি : দুই বোনকে ঘুমের ওষুধ খাইয়ে তালা বন্ধ করে পালিয়ে যাওয়ায় অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সালানপুর থানার রূপনারায়ণপুরের রূপনগরের ঘটনা। অভিযুক্ত যুবকের নাম স্বরূপ নাগ। তার দুই বোন দিপালী ও মিতালি। ঘটনার পর থেকে পলাতক স্বরূপ।

রূপনগরে তপন সরকারের বাড়িতে ভাড়া থাকেন স্বরূপ ও তার দুই বোন। তিনজনই অবিবাহিত। কয়েকবছর আগে স্বরূপের মা মারা যান। এরপর সম্পত্তি তিন ভাইবোনের মধ্যে ভাগ হয়। অভিযোগ, স্বরূপ নিজের সব সম্পত্তি বিক্রি করে ফেলে। এরপর সে বোনদের সম্পত্তিও বিক্রি করে সর্বস্বান্ত হয়। ৬ মাস আগে দিপালী ও মিতালিকে নিয়ে স্বরূপ তপনবাবুর বাড়িতে ওঠে।

গতরাতে দিপালী তপনবাবুকে জানালা দিয়ে ডেকে জানায়, তারা অসুস্থ। স্বরূপ তাদের দরজায় বাইরে থেকে তালা দিয়ে চলে গেছে। এরপর তাদের উদ্ধার করা হয়। কতদিন ধরে তালাবন্দী অবস্থায় ছিল তা বলতে পারেনি দিপালী ও মিতালি।

দিপালী বলেন, " দাদা বলেছিল আমরা তিনজনই মরে যাব। তাই হয়ত আমাদের ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে দরজা জানালা বন্ধ করে চলে যায়। আমার দাদা ভালো। আমাদের খেতে দিত। দাদা চেয়েছিল আমরা যাতে এইভাবে মরে যাই। ও নিজেও অন্য কোথাও গিয়ে মরে যেত। প্রোটিনের নাম করে আমাদের ঘুমের ওষুধ খাওয়াত। পরিস্থিতি চাপে ও এরকম করেছে।

শুনুন দিপালী নাগ ও তপন সরকারে বক্তব্য
"

তপন সরকার বলেন, " সীমান্তপল্লিতে স্বরূপবাবুদের পৈত্রিক বাড়ি ছিল। মা মারা যাওয়ার পর সম্পত্তি তিন ভাইবোন ভাগ করে নেয়। স্বরূপ নিজের ভাগের টাকা খরচ করে ফেলে। সে বাড়িও বিক্রি করে দিয়েছিল। গতকাল আমরা দিপালীদের আমরা উদ্ধার করি।"

ABOUT THE AUTHOR

...view details