জামুড়িয়া, 26 ডিসেম্বর : জামুড়িয়ায় 60 নম্বর জাতীয় সড়কে খাসকেন্দা মোড়ে অবৈধ বালির ট্রাকে ধাক্কায় মৃত্যু হল এক ব্যাক্তির । মৃতের নাম আনন্দ বাউরি (45)। এরপর উত্তেজিত জনতা ঘাতক ট্রাক ভাঙচুর করে । 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে জামুড়িয়া থানার পুলিশ । চলে পুলিশের সঙ্গে বচসা । পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ফের যান চলাচল স্বাভাবিক হয় ।
স্থানীয় বাসিন্দা বিনোদ মণ্ডল বলেন, "আজ সন্ধ্যায় জামুড়িয়ার খাসকেন্দা মোড়ে রাস্তা পারাপার করছিল আনন্দ বাউরি নামে এক ব্যক্তি । হঠাৎ করে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা বালি বোঝাই ট্রাক ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় আনন্দ বাউরির ।"
জামুড়িয়ায় বালির ট্রাকের ধাক্কায় মৃত্যু - জামুড়িয়ার খবর
স্থানীয় বাসিন্দা বিনোদ মণ্ডল বলেন, "আজ সন্ধ্যায় জামুড়িয়ার খাসকেন্দা মোড়ে রাস্তা পারাপার করছিল আনন্দ বাউরি নামে এক ব্যক্তি । হঠাৎ করে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা বালি বোঝাই ট্রাক ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় আনন্দ বাউরির ।"
জামুড়িয়ায় বালির ট্রাকের ধাক্কায় মৃত্যু
আরও পড়ুন : রাজস্থানে ভ্যানে ধাক্কা ট্রাকের, মৃত 7
দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় । ঘাতক ট্রাকটিকে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা । দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । এরপর 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখায় । ক্ষতিপূরণের দাবিতে ঘাতক ট্রাকটিকে আটক করে রাখে স্থানীয় বাসিন্দারা ।
TAGGED:
জামুড়িয়ার খবর