81 বছর বয়সে ভোটে জয়ী পতন যাদব পাণ্ডবেশ্বর, 14 জুলাই:বুড়ো হাড়ের জোর ! পঞ্চায়েত নির্বাচনে যখন তরুণ তুর্কির উপর ভরসা রেখেছে বামব্রিগেড ৷ তখন 81 বছরের প্রার্থীর উপর ভরসা রেখেছিল ঘাসফুল শিবির ৷ নিরাশ করেননি তিনি ৷ এই বয়সেও মানুষের আস্থা অর্জনে সফল হয়েছেন নবগ্রাম পঞ্চায়েতের 130 নম্বর বুথের তৃণমূল প্রার্থী বৃদ্ধ পতন যাদব । নির্বাচনে 431 ভোটে জয়লাভ করেছেন তিনি ।
মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের পাণ্ডবেশ্বর ব্লকে তৃণমূলের একতরফা বিজয় অব্যাহত । তবে এবারের নির্বাচনে এই এলাকার বাসিন্দাদের নজর ছিল নবগ্রাম পঞ্চায়েতের তথা সম্ভাব্য পশ্চিম বর্ধমান জেলার সবথেকে প্রবীণ এই তৃণমূল প্রার্থীর দিকে। তিনি বিরোধী দলের সিপিএম প্রার্থীকে 373 ভোটে পরাজিত করেছেন । নবগ্রামের বাসিন্দা প্রবীণ তৃণমূল প্রার্থী পতন যাদব জানিয়েছেন, তিনি নিজের জয়ে ভীষণ খুশি ৷ তবে তার চেয়ে বেশি খুশি তাঁর সমর্থকরা ।
জানা গিয়েছে, পতন মূলত বারাণসী চান্দাউলির বাসিন্দা । 1963 সালের অগস্টে তিনি বাংলায় আসেন ৷ তখন থেকেই তিনি বাংলাকে ভালোবেসে এখানেই পাকাপাকিভাবে থেকে যান । তিনি যুবক অবস্থায় তখন দুর্গাপুরের তিলাবনী কয়লা খনিতে নিরাপত্তারক্ষীর কাজে যোগ দেন । সুসাস্থ্যের অধিকারী পতন যাদব কুস্তীগির হিসাবে বহু প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরষ্কার জিতেছেন । এরপরে তিনি রাজনীতিতে নাম লেখান । সেখানেও তিনি সফল হয়েছেন ৷ পতন তাঁর কাজের ভিত্তিতে জনগণের আস্থা অর্জন করেছেন । তাঁর বিপরীতে থাকা সিপিএম প্রার্থী পেয়েছেন মাত্র 59টি ভোট ।
আরও পড়ুন:নেতারা দল বদলালে মানুষ তার জবাব দেয়, দেখাল আমরাসোতা পঞ্চায়েত
তিনি বলেন, "আমার 60 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে । যতদিন জীবন আছে ততদিন সমাজসেবার ব্রত নিয়েছি ।" তিনি 1993 থেকে 98 সাল পর্যন্ত আরজেডি-তে ছিলেন । এই সময়ে তিনি শ্রমিক সংগঠন হিন্দ মজদুর সভাকে সমর্থন করতেন । তাঁর সমর্থনে নবগ্রাম পঞ্চায়েত থেকে ঠিক করা প্রার্থী চারবার পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন । 1998 সালে তিনি নিজে আরজেডি থেকে পঞ্চায়েত সমিতি নির্বাচনে জিতেছিলেন । 1998 থেকে 2003 সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন পতন । পাঁচ বছর আগে তিনি তৃণমূলে যোগ দেন । তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে দল তাঁকে পঞ্চায়েত থেকে টিকিট দিয়েছে । এবারও তিনি দলের প্রত্যাশা পূরণ করেছেন ।
আরও পড়ুন:পান্ডবেশ্বরে 7টি গ্রাম পঞ্চায়েতে জয়ী একমাত্র বিরোধী সিপিআই(এম)প্রার্থী
পতন যাদব 81 বছরেও রাজনৈতিক আঙিনায় থাকার কারণ শুধুই মানুষের সেবা করা । তাঁর এই দীর্ঘ রাজনৈতিক জীবনে গায়ে কেও অভিযোগের কালি ছেটাতে পারেনি । তাঁর কাছে রাজনীতি মানে মানুষের সেবা ছাড়া অন্য কিছু না । তিনি প্রতিদিন সকাল 8টা থেকে রাত পর্যন্ত মানুষের সঙ্গেই থাকেন ৷ আর তার এই জনপ্রিয়তা দেখেই শাসকদল পতন যাদবকে নিজেদের পরিবারের সদস্য করে নেন । তিনিও শাসকদলে থেকে আরও বেশি মানুষের সেবা করতে পারবেন বলে জানিয়েছেন ৷ তাই তিনি তৃণমূলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন । পতন বলেন, "আগামিদিনে অনেক কাজ করতে হবে ৷"