পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kidnappers Arrests: ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়া সময় পুলিশের ফাঁদে 4 ব্যক্তি - জামুড়িয়ার খবর

অপহরণ করে পালানোর সময় পুলিশের হাতে গ্রেফতার চার অপহরণকারী (4 kidnappers caught by police)৷ সিসিটিভি ফুটেজে দেখেই পুলিশের দ্রুত পদক্ষেপে ধরা পড়ল অপরাধীরা ৷

Etv Bharat
গ্রেফতার অপহরণকারীরা

By

Published : Mar 16, 2023, 10:26 PM IST

জামুড়িয়া, 16 মার্চ:বাসস্ট্যান্ডে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন ব্যবসায়ী সন্তোষ দে । হঠাৎ করে কালো গাড়িতে চেপে কাঁকসা থানার অন্তর্গত পানাগড়ের ওই বাসস্ট্যান্ডে আসে 4 জন (Jamuria News)। এরপর জোরপূর্বক ওই ব্যবসায়ীকে গাড়িতে তুলে নেওয়া হয় । আর এই ঘটনাটি স্থানীয় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে । এরপরই আসানসোল-দুর্গাপুর পুলিশ সক্রিয় ভূমিকা নেয় ।

অপহরণ করে নিয়ে যাওয়া কালো গাড়িটি আসানসোলের উদ্দেশ্যে যাচ্ছিল । এরপর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় অপহরণ করার ঘটনার বিষয়টি জানিয়ে দেওয়া হলে জামুড়িয়া থানার পুলিশ ও ট্রাফিক পুলিশও সতর্ক হয়ে যায় । এরপরই গাড়িটিকে ধরতে জামুড়িয়া থানার চাঁদা মোড়ে শুরু হয় নাকা চেকিং । এই সময়ই গাড়ির তল্লাশি করতে গিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া ওই কালো গাড়িটিকে ধরে ফেলে পুলিশ । অভিযুক্ত চারজন ও গাড়িটিকে নিয়ে যাওয়া হয় শ্রীপুর ফাঁড়িতে ।

এরপর অপহৃত ওই ব্যবসায়ী-সহ 4 জন ব্যক্তিকে গ্রেফতার করে কাঁকসা থানায় নিয়ে যাওয়া হয় ‌। উদ্ধার হওয়া কালো গাড়িটি শ্রীপুর ফাঁড়িতে রাখা হয় । ঘটনার তদন্তে নেমেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার পুলিশ । কেন ওই ব্যবসায়ীকে অপহরণ করা হচ্ছিল, অপহরণের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ ৷ এছাড়া বিষয়টি নিয়ে কাঁকসা থানার পুলিশ এখনও পর্যন্ত কিছু জানায়নি ৷

ধৃত যুবকের মা পাকিজা খাতুন বলেন, "2021 সালে থেকে 2 লাখ 87 হাজার টাকা পায় ব্যবসায়ী সন্তোষ দে-র কাছ থেকে । কিন্তু যখন টাকা-পয়সা চাইতে যায় তখন টালবাহানা করে ওই ব্যবসায়ী । ফোন করলে ফোন বন্ধ করে দেয় । আমার ছেলে জানতে পারে পানাগড় বাসস্ট্যান্ডের কাছে বাস ধরার জন্য আসছে ওই ব্যবসায়ী । এরপর আমার ছেলে ও তাঁর সঙ্গীদেরকে নিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার জন্য গিয়েছিল। অপহরণ করার জন্য নয় । আমাদের লোহার কড়াইয়ের কারখানা আছে । ব্যবসার সূত্রে পরিচয় ওই ব্যবসায়ীর সঙ্গে ।"

আরও পড়ুন :ভেস্তে গেল বন্ধুকে অপহরণের ছক, পুলিশের তৎপরতায় গ্রেফতার 5

ABOUT THE AUTHOR

...view details