পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হরিদ্বারে আটকে পড়া 39 জন পর্যটক ফিরলেন আসানসোলে - হরিদ্বারে থেকে পর্যটক ফিরলেন আসানসোলে

আসানসোল থেকে ১৫ মার্চ ৩৯ জনের একটি দল হরিদ্বার বেড়াতে গিয়েছিলেন । কিন্তু লকডাউনের জন্য তাঁরা সেখানে আটকে পড়েন । বাড়ি ফিরে আসার আবেদন নিয়ে তাঁরা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন । এরপর জেলা প্রশাসনের তরফ থেকে পাঠানো দুটি ছোটো বাসে করে আজ তাঁরা আসানসোলে ফিরে আসেন ৷ তাঁদের 14 দিনের জন্য হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয় ৷

Asansol
হরিদ্বার থেকে ৩৯ জন পর্যটক ফিরলেন আসানসোলে

By

Published : Mar 29, 2020, 7:12 PM IST

আসানসোল , ২৯ মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন ৷ এই পরিস্থিতিতে হরিদ্বারে আটকে পড়েছিলেন আসানসোলের 39 জন পর্যটক । শেষ পর্যন্ত প্রশাসনের উদ্যোগে তাদের ফিরিয়ে নিয়ে আসা হল আসানসোলে । আজ দুপুরে তাঁরা আসানসোল ফিরে এলে তাঁদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় আসানসোল জেলা হাসপাতালে । এরপর আগামী 14 দিন তাদের হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে ৷

গোটা দেশে লকডাউনের জেরে বহু পর্যটক বিভিন্ন স্থানে আটকে পড়েছেন । আসানসোল থেকে 15 মার্চ 39 জনের একটি দল হরিদ্বার বেড়াতে গিয়েছিলেন । কিন্তু লকডাউনের জন্য তাঁরা সেখানে আটকে পড়েন । বাড়ি ফিরে আসার আবেদন নিয়ে তাঁরা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন । হরিদ্বারের প্রশাসনও তাঁদের যথেষ্ট সহযোগিতা করেছে বলে পর্যটকরা জানিয়েছেন ।এরপর জেলা প্রশাসনের তরফ থেকে পাঠানো দুটি ছোটো বাসে করে আজ তাঁরা আসানসোলে ফিরে আসেন ৷ ওই বাসেই প্রথমে তাঁদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । তারপর তাঁদের আগামী 14 দিন হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয় ৷

দীর্ঘদিন পর বাড়ি ফিরে আসায় পর্যটকদের চোখেমুখে দেখা গেল স্বস্তির ছাপ ৷ জেলা প্রশাসনের সহযোগিতায় ফিরে আসা সম্ভব হয়েছে বলে জানান পর্যটকরা ৷ অন্যদিকে, পর্যটকদের স্বাস্থ্যের প্রতি নজর রাখছে জেলা স্বাস্থ্য দপ্তর ।

ABOUT THE AUTHOR

...view details