কাঁকসা, ২৪ ফেব্রুয়ারি : কাঁকসায় আদিবাসী অধ্যুষিত এলাকায় তৃণমূলে যোগ দিলেন ২১৩ জন বাম কর্মী-সমর্থক।
কাঁকসায় তৃণমূলে যোগ ২১৩ বাম কর্মী-সমর্থকের - JOIN
কাঁকসায় আদিবাসী অধ্যুষিত এলাকায় তৃণমূলে যোগ দিলেন ২১৩ জন বাম কর্মী-সমর্থক।
২০১১-য় তৃণমূল ক্ষমতায় আসার পরও কাঁকসার আদিবাসী অধ্যুষিত গ্রামগুলি ছিল বামেদের শক্ত ঘাঁটি। রবিবার ঝিনুকগড়ে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে তৃণমূল। সেই মঞ্চেই কাঁকসার তৃণমূলের পর্যবেক্ষক প্রভাত চট্টোপাধ্যায় এবং গলসির তৃণমূল বিধায়ক অলোক মাঝির নেতৃত্বে ২১৩ জন দলে যোগ দেন।
তৃণমূলের পর্যবেক্ষক প্রভাত চট্টোপাধ্যায় বলেন, "এই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এতদিন উপেক্ষিত ছিলেন। তারা বামেদের উপর আস্থা হারিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হলেন।"