আসানসোল, 15 এপ্রিল : TV চ্যানেলের টক-শো চলাকালীন BJP কর্মীকে মারধরের অভিযোগে দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতরা গৌরব গুপ্ত ও সৈয়দ দানিশ। দু'জনেই তৃণমূল কংগ্রসের যুব নেতা। গৌরব গুপ্ত পশ্চিম বর্ধমান স্টুডেন্ট লাইব্রেরি কো-অর্ডিনেশন কমিটির সভাপতি এবং আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির অনুগামী।
গতরাতে আসানসোলের উষাগ্রামে টক-শো চলাকালীন BJP ও তৃণমূলকর্মীরা বচসায় জড়িয়ে পড়ে। পরে অভিজিৎ রায় ও জিতেন চট্টোপাধ্যায় নামে দুই BJP কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়েই ওই সেখানে যান আসানসোলের BJP প্রার্থী তথা বিদায়ী সাংসদ বাবুল সুপ্রিয়। এরপর দোষীদের গ্রেপ্তারের দাবিতে BJP কর্মীদের নিয়ে তিনি আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করেন। পাশাপাশি GT রোড অবরোধ করা হয়। পরে দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।