পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP কর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার 2 তৃণমূল কর্মী - police

TV চ্যানেলের টক-শো চলাকালীন BJP কর্মীকে মারধরের অভিযোগে দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

গ্রেপ্তার দুই তৃণমূল কর্মী

By

Published : Apr 15, 2019, 3:23 PM IST

Updated : Apr 15, 2019, 3:48 PM IST

আসানসোল, 15 এপ্রিল : TV চ্যানেলের টক-শো চলাকালীন BJP কর্মীকে মারধরের অভিযোগে দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতরা গৌরব গুপ্ত ও সৈয়দ দানিশ। দু'জনেই তৃণমূল কংগ্রসের যুব নেতা। গৌরব গুপ্ত পশ্চিম বর্ধমান স্টুডেন্ট লাইব্রেরি কো-অর্ডিনেশন কমিটির সভাপতি এবং আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির অনুগামী।

গতরাতে আসানসোলের উষাগ্রামে টক-শো চলাকালীন BJP ও তৃণমূলকর্মীরা বচসায় জড়িয়ে পড়ে। পরে অভিজিৎ রায় ও জিতেন চট্টোপাধ্যায় নামে দুই BJP কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়েই ওই সেখানে যান আসানসোলের BJP প্রার্থী তথা বিদায়ী সাংসদ বাবুল সুপ্রিয়। এরপর দোষীদের গ্রেপ্তারের দাবিতে BJP কর্মীদের নিয়ে তিনি আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করেন। পাশাপাশি GT রোড অবরোধ করা হয়। পরে দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

ভিডিয়োয় শুনুন জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য

এই বিষয়ে, জিতেন্দ্র তিওয়ারি বলেন, "বাবুল সুপ্রিয় আজ পর্যন্ত বেকারদের চাকরি দিতে পারল না, কিন্তু মামলা করে কীভাবে তাদের কেরিয়ার নষ্ট করতে হয় সেই চেষ্টা করছে। টক-শো তে তর্ক-বিতর্ক হয়। সে তো পার্লামেন্টেও হয়। আসানসোলের সাংসদ হয়ে বাবুল আসানসোলের ছেলেদের বিরুদ্ধে মামলা করল। নিজে সাংসদ হওয়ার স্বার্থে তরুণ প্রজন্মের কেরিয়ার নষ্ট করছে।"

ধৃত গৌরব গুপ্ত ও সৈয়দ দানিশকে আজ আসানসোল মহকুমা আদালতে তোলা হয়। তাদের পাঁচ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয়।

Last Updated : Apr 15, 2019, 3:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details