কলকাতা, 7 অগস্ট : একটি গাড়ির পিছনে ধাওয়া করছে দু’টি বাইক ৷ গাড়ির ভিতর থেকে তোলা ভিডিয়োতেই দেখা যাচ্ছে সেই দৃশ্য ৷ শনিবার সকালে ওই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷
তাঁর দাবি, ‘‘ত্রিপুরায় যতক্ষণ ছিলাম, যেখানেই যাই, একটু দূরত্ব রেখে অনুসরণ করে গেল বাইকবাহিনী । ওখানে গ্রামে তাণ্ডবের কথা শুনেছি । শহরেও নজরদারি । পিছনে থাকছে । ফোনে জানাচ্ছে কাউকে ।’’
আরও পড়ুন :TMC-BJP : বিজেপিকে হারিয়ে তৃণমূল কি ত্রিপুরায় পরিবর্তন আনতে পারবে ?
এদিন সোশ্যাল মিডিয়ার ওই পোস্টেই এই কথাগুলি লিখেছেন কুণাল ঘোষ ৷ সঙ্গে বিজেপিকে (BJP) ‘ধন্যবাদ’ও দিয়েছেন ৷ তার থেকেই স্পষ্ট হচ্ছে যে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের এই নেতা তোপ দেগেছেন বিজেপিরই বিরুদ্ধে ৷ আর ওই বাইকবাহিনী আসলে বিজেপির পাঠানো বলেই তিনি ইঙ্গিত করতে চেয়েছেন ৷
গত কয়েকদিন ত্রিপুরাতে (Tripura) ছিলেন কুণাল ঘোষ ৷ কারণ, সম্প্রতি ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গাড়িতে হামলা চালানো হয়েছিল ৷ তারই প্রতিবাদে কুণাল ঘোষ-সহ তৃণমূলের একাধিক নেতা ত্রিপুরায় হাজির হয়েছিলেন ৷ সেই সময়ই তাঁদের বারবার অনুসরণ করা হয়েছে বলে অভিযোগ ৷