পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শান্তিপুর এক যুবককে ধারালো অস্ত্রের কোপের ঘটনায় চাঞ্চল্য - PORADANGAPARA

শান্তিপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পোড়াডাঙ্গাপাড়া এলাকায় দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে আক্রান্ত হলেন এক যুবক । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

shantipur
শান্তিপুর এক যুবককে ধারালো অস্ত্রের কোপের ঘটনায় চাঞ্চল্য

By

Published : Jun 18, 2021, 5:39 PM IST

শান্তিপুর, 18 জুন: রাস্তার উপরেই দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে আক্রান্ত হলেন এক যুবক । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পোড়াডাঙ্গাপাড়া এলাকায় ।

জানা যায়, বৃহস্পতিবার রাতে পোড়াডাঙ্গাপাড়া এলাকার যুবক কানাই হরিজন তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে পাড়ার একটি দোকানে গিয়েছিলেন । ফেরার পথে বেশ কয়েকজন যুবক কানাই হরিজনের উপর হঠাৎই হামলা চালায় । স্ত্রীর সামনেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে কানাই হরিজনকে । স্ত্রী চেঁচামেচি করতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা । স্ত্রীর সামনে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরেন তিনি ।

আরও পড়ুন:খানাকুলে বজ্রাঘাতে মৃতের পরিবারের হাতে 2 লাখ টাকার চেক তুলে দিলেন শুভেন্দু

ঘটনাস্থলে এলাকার লোকজন এসে কানাই হরিজনকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য । শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ । স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার ওই এলাকায় বোমাবাজির মতো ঘটনা ঘটায় ওই দুষ্কৃতীরা । এছাড়াও এলাকায় প্রতিদিনই জুয়া-মদের আসর বসায় প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হয় । পুরো ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে কানাই হরিজনের পরিবার । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details