কলকাতা/রানাঘাট, 12 জুন: বিবাহ বিচ্ছেদের জন্য চাপ এবং অত্যাচার ! রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে তিলজলা থানায় এই অভিযোগ দায়ের করলেন তাঁর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী ।
গত 28 মে আইনের ছাত্রী স্বস্তিকা ভুবনেশ্বরীর সঙ্গে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক পেশায় চিকিৎসক মুকুটমণি অধিকারীর রেজিস্ট্রি হয় । তারপর থেকেই তিনি তাঁর স্ত্রীর সঙ্গে আর যোগাযোগ রাখেননি বলে অভিযোগ । বিয়ের কথা যাতে প্রকাশ্যে না আনা হয়, সেজন্য স্বস্তিকা ভুবনেশ্বরীকে চাপ দিতেন বলে অভিযোগ । শুধু মুকুটমণি অধিকারী নন, তাঁর বাবা এবং ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে তিলজলা থানায় । রেজিস্ট্রি ম্যারেজের সময় তাঁর পরিবারের থেকে 1 কোটি টাকা পণ চাওয়া হয় বলে অভিযোগ করেছেন স্বস্তিকা ।
স্থানীয় সূত্রে খবর, বাবার মৃত্যুর পর স্বস্তিকা তাঁর মায়ের সঙ্গে পিকনিক গার্ডেনে থাকতেন । কোনও এক ব্যক্তি মারফত তাঁর সঙ্গে বিজেপি বিধায়কের আলাপ হয় ৷ এর পরেই প্রেম ও পরে রেজিস্ট্রি । এ বিষয়ে স্বস্তিকার অভিযোগ, রেজিস্ট্রির পর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন না মুকুটমণি অধিকারী । শুধু তাই নয়, ঘটনাটি যাতে প্রকাশ্যে না আসে, সে জন্য তিনি তাঁর স্ত্রী স্বস্তিকাকে বারবার চাপ দিতে থাকেন বলে অভিযোগ ।