পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ujjal Biswas: রাজ্যের মন্ত্রীর গলায় জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুমকি - বদমাইশি ঘুচিয়ে দেব বলেও আক্রমণ করেন

সরকারি কর্মীরা কাজ করে না অথচ মাইনে পায় বলে তীব্র আক্রমণ করলেন খোদ রাজ্যেরই মন্ত্রী ৷ তাঁর দাবি, মানুষ গর্জে উঠছে ৷ সরকারি কর্মীদের বদমাইশি ঘুচিয়ে দেব বলেও আক্রমণ করেন তিনি।

Etv Bharat
রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

By

Published : May 6, 2023, 9:12 PM IST

Updated : May 6, 2023, 11:01 PM IST

রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

কৃষ্ণনগর, 6 মে:ফের অসংলগ্ন কথা রাজ্যের মন্ত্রীর মুখে ৷ কু-কথার রাজনীতিতে এবার নাম লেখালেন রাজ্যের আরও এক মন্ত্রী ৷ ডিএ আন্দোলন নিয়ে আগেই আন্দোলনকারীদের উদ্দেশে রেড রোড থেকে একের পর এক ঝাঁঝালো মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনকী ডিএ আন্দোলনকারীদের সঙ্গে ডাকাতের তুলনাও টেনেছিলেন তিনি ৷ ফের সরকারি কর্মীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তাঁরই মন্ত্রিসভার সদস্য ৷ শনিবার রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস রীতিমতো জোরের সঙ্গে প্রকাশ্য়ে দাবি করলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে ৷ পাশাপাশি ডিএ নিয়ে সোচ্চার হলে 'রাজ্যের মানুষ বদমাইশি ঘুচিয়ে দেবে' বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী ৷

বকেয়া ডিএ-এর দাবিতে সরকারি কর্মীদের আন্দোলন এদিন একশো দিনে পড়েছে ৷ আর এদিনই হাজরায় মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে ডিএ-র দাবিতে মিছিল করেন সরকারি কর্মীরা ৷ কৃষ্ণনগরে তারই পালটা সভা করে তৃণমূল ৷ আর সেই সভায় দাঁড়িয়েই সরকারি কর্মীদের হুমকি দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন মন্ত্রী ৷ এদিন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, "মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে যারা কুৎসা করবেন তাঁদের জিভ টেনে ছিঁড়ে নেব ৷" এরপরই ডিএ আন্তোলনকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, "আসি যাই, কাজ করি না, মাইনা পাই ! এসবের বিরুদ্ধে মানুষ গর্জে উঠছে ৷ এবার বদমাইশি ঘুচিয়ে দেব।" ডিএ নিয়ে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের এই ভাষাতেই কার্যত আক্রমণ করলেন তৃণমূলের প্রবীণ এই নেতা।

উল্লেখ্য, কলকাতায় সরকারি কর্মচারী সংগঠনের ডাকে কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবি নিয়ে মিছিল সংঘটিত করা হয়। শুধু এই প্রথম নয়, এর আগেও একাধিক পদক্ষেপ নিয়েছে সরকারি কর্মচারীরা। কখনও কর্ম বিরতি করে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা, আবার কখনও বিভিন্ন সময়ে জনসভাও করেছেন। এবার গোটা রাজ্যের সরকারি কর্মচারীরা একত্রিত হয়ে কলকাতার রাজপথে বিক্ষোভ মিছিল করে। আর তা নিয়েই কুৎসিত ভাষায় কটাক্ষ করলেন তৃণমূলেরই মন্ত্রী। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে তৃণমূল কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কর্মচারী সংগঠনের একাধিক নেতৃত্ব।

এদিন ডিএ আন্দোলনকারী সরকারী কর্মচারীদের প্রসঙ্গে তিনি বলেন, "বদমাইশি করছে সরকারি কর্মীরা। মানুষ জেগে উঠছে। এবার শয়তানি ঘুচিয়ে দেবে।" পাশাপাশি তিনি দাবি করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে সেই উন্নয়নগুলিকে চাপা দেওয়ার জন্য রাজ্যের এক শ্রেণীর সরকারি কর্মচারীরা রাম-বামকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করছে। তিনি সরকারি কর্মচারীদের প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, "ওদের কাজ হচ্ছে আসি যাই, কাজ করি না, মাইনে পাযই। আর লোকের টাকা নিয়ে সর্বনাশ করা।"

আরও পড়ুন: মণিপুরে আটকে থাকা বাঙালিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট মুখ্যমন্ত্রীর

Last Updated : May 6, 2023, 11:01 PM IST

For All Latest Updates

TAGGED:

Ujjal Biswas

ABOUT THE AUTHOR

...view details