ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নদিয়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 180 - coronavirus

গত 24 ঘণ্টায় নদিয়ায় নতুন করে 13 জনের শরীরে কোরোনা সংক্রমণ পাওয়া গিয়েছে ৷ এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 180 জন ৷

coronavirus
coronavirus
author img

By

Published : Jun 15, 2020, 6:07 AM IST

Updated : Jun 15, 2020, 7:25 AM IST

নদিয়া, 14 জুন : কোরোনা পরীক্ষায় নতুন করে গত 24 ঘণ্টায় 13 জন পজ়িটিভ পাওয়া গেল নদিয়ায় । এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 180।


রাজ্যের প্রতিটি জেলায় পাল্লা দিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণের হার। অনেকে মনে করছেন ভিনরাজ্য থেকে শ্রমিকরা রাজ্যে ফেরার পর থেকেই সংখ্যাটা আরও বৃদ্ধি পেয়েছে। আজ স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী 24 ঘণ্টায় 13 জন কোরোনা পজ়িটিভের সন্ধান পাওয়া গিয়েছে জেলায় ৷ এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 180 ৷ এর আগে নদিয়াতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 167।

স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের বক্তব্য, ভিনরাজ্য থেকে শ্রমিকরা জেলাতে ফেরার পর থেকেই কোরোনা সংক্রমণের সংখ্যা রাতারাতি অনেকটাই বেড়ে গেছে। যে 13 জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে তাদের বেশির ভাগই ভিনরাজ্য ফেরত শ্রমিক। বর্তমানে ওই 13 জনকে নদিয়ার কল্যাণী কার্নিভাল কোভিড-19 হাসপাতালে ভরতি করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, নতুন করে যে 13 জনের শরীরে কোরোনা সংক্রমণ পাওয়া গিয়েছে তাদের মধ্যে চারজনের বাড়ি হরিণঘাটা থানা এলাকায় ৷ তিনজন কল্যাণী থানা এলাকার, তেহট্ট থানা এলাকার দুইজন, চাকদহের তিন ও রাণাঘাট থানা এলাকায় একজনের বাড়ি ৷

এর পাশাপাশি স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, ওই 13 জনের পরিবার এবং তাদের সংস্পর্শে যারা এসেছিল তাদেরও চিহ্নিত করে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে ।

Last Updated : Jun 15, 2020, 7:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details