পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Son Kills Stepfather গলার নলি কেটে সৎ বাবাকে খুনের অভিযোগে আটক ছেলে - police detained accused son

রবিবার রাতে ধারাল অস্ত্র দিয়ে সৎ বাবাকে খুন করল ছেলে (Son Kills Stepfather) ৷ এমনটাই অভিযোগ মৃতের স্ত্রীর ৷ মৃত যুবকের নাম ইন্দ্র দেবনাথ ৷ পুলিশ অভিযুক্ত বাপন হালদারকে আটক করেছে ।

Son kills stepfather with Sharp weapon at Nabadwip
Son Kills Stepfather

By

Published : Aug 29, 2022, 1:14 PM IST

নবদ্বীপ, 29 অগস্ট:ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে সৎ বাবাকে খুন করল ছেলে (Son kills stepfather with Sharp weapon) । এমনটাই অভিযোগ করেছেন মৃতের স্ত্রী ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার চন্দ্র কলোনি এলাকায় । মৃত যুবকের নাম ইন্দ্র দেবনাথ, বয়স আনুমানিক 38 বছর ।

সূত্রের খবর, দু'বছর আগে ইন্দ্র দেবনাথ সীমা হালদার নামে এক মহিলাকে বিয়ে করেন । ওই মহিলার একটি সন্তান ছিল । এলাকাবাসীর দাবি, ওই মহিলা এবার নিয়ে মোট চার বার বিয়ে করেছেন ।

রবিবার রাতে স্বামী- স্ত্রী ঘুমতে যান । আচমকা রাতে সীমা দেখতে পান রক্তাক্ত অবস্থায় ইন্দ্র বিছানায় পড়ে রয়েছেন (Horrific Incident Occurred In Nabadwip) । তাঁর দাবি, ছেলে বাপন হালদার ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে স্বামীকে ৷ বিষয়টি দেখে ফেলায় বাপন নাকি তাঁর উপরও চড়াও হয় । তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসীরা (Nabadwip Murder Case) ।

পুলিশ অভিযুক্ত বাপন হালদারকে আটক করেছে

জানা গিয়েছে, পরিবারের অন্যান্য সদস্যরাও ঘটানাস্থলে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় ইন্দ্র দেবনাথ বিছানায় পড়ে রয়েছেন । ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় । ইন্দ্র দেবনাথের স্ত্রীর দাবি, তাঁর ছেলে বাপন হালদারই স্বামীকে খুন করেছে । যদিও পরিবারের অন্যান্য সদস্যরা তাঁর এই দাবি মানতে রাজি নয় । তাঁদের অনুমান ছেলেকে সঙ্গে নিয়ে সৎ বাবাকে খুন করেছেন সীমা হালদারই ।

আরও পড়ুন:প্রেমের পর্দাফাঁস, স্বামীর সঙ্গে হাত মিলিয়ে প্রেমিককে খুন স্ত্রীর

ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত বাপন হালদারকে আটক করেছে (police detained accused son)। তার বয়স 17 বছর ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে আদতে কী ঘটনা ঘটেছিল এবং কী কারণে তার সৎ বাবাকে খুন করল সে ।

ABOUT THE AUTHOR

...view details