নবদ্বীপ, 29 অগস্ট:ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে সৎ বাবাকে খুন করল ছেলে (Son kills stepfather with Sharp weapon) । এমনটাই অভিযোগ করেছেন মৃতের স্ত্রী ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার চন্দ্র কলোনি এলাকায় । মৃত যুবকের নাম ইন্দ্র দেবনাথ, বয়স আনুমানিক 38 বছর ।
সূত্রের খবর, দু'বছর আগে ইন্দ্র দেবনাথ সীমা হালদার নামে এক মহিলাকে বিয়ে করেন । ওই মহিলার একটি সন্তান ছিল । এলাকাবাসীর দাবি, ওই মহিলা এবার নিয়ে মোট চার বার বিয়ে করেছেন ।
রবিবার রাতে স্বামী- স্ত্রী ঘুমতে যান । আচমকা রাতে সীমা দেখতে পান রক্তাক্ত অবস্থায় ইন্দ্র বিছানায় পড়ে রয়েছেন (Horrific Incident Occurred In Nabadwip) । তাঁর দাবি, ছেলে বাপন হালদার ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে স্বামীকে ৷ বিষয়টি দেখে ফেলায় বাপন নাকি তাঁর উপরও চড়াও হয় । তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসীরা (Nabadwip Murder Case) ।