পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নদিয়ায় ফের কোরোনা আক্রান্ত 6, সংখ্যা বেড়ে 23 - কোরোনা আপডেট

আক্রান্তের প্রত্যেকেই অন্য রাজ্যে কাজ করতেন । বাড়ি ফেরার পর তাঁদের সোয়াব নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয় । গতকাল টেস্টের রিপোর্ট আসে । জানা যায়, তাঁরা কোরোনা আক্রান্ত ।

corona
corona

By

Published : May 23, 2020, 3:44 PM IST

নদিয়া, 23মে : জেলায় নতুন করে কোরোনা আক্রান্ত হলেন ছয়জন । ফলে নদিয়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে এখন 23 । নতুন করে কোরোনা সংক্রমণের খবরে আতঙ্ক জেলাজুড়ে ।

আক্রান্তের প্রত্যেকেই অন্য রাজ্যে কাজ করতেন । বাড়ি ফেরার পর তাঁদের সোয়াব নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয় । গতকাল টেস্টের রিপোর্ট আসে । জানা যায়, তাঁরা কোরোনা আক্রান্ত ।

স্বাস্থ্যদপ্তরের তরফে এই ছয়জনকে কল্যাণী কার্নিভাল কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে । পরিবারের অন্যান্য সদস্যদের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে ।

রাজ্যেরও প্রতিটি জেলাতে প্রায় প্রতিদিন কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । নদিয়াও তার ব্যতিক্রম নয় ।

স্বাস্থ্যদপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিদিন নদিয়ায় কোরোনা সংক্রমণ বাড়ছে । ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের জেলায় ফেরানোর পর সংক্রমণ বেড়েছে । আতঙ্কে নদিয়া জেলাবাসী ।

ABOUT THE AUTHOR

...view details