পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাইকে লরির ধাক্কা, চাকদহে মৃত ২ - two

লরির ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার অন্তর্গত শিমুরালি এলাকায়। ঘটনাস্থানে পৌঁছায় চাকদহ থানার পুলিশ।

দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

By

Published : Mar 3, 2019, 11:47 PM IST

চাকদহ (নদিয়া), ৩ মার্চ : লরির ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার অন্তর্গত শিমুরালি এলাকায়। ঘটনাস্থানে পৌঁছায় চাকদহ থানার পুলিশ।

আজ বিকালে বাইকে চড়ে চাকদহ থেকে বাড়ি ফিরছিলেন নির্মল মজুমদার ও দেবাশিস মজুমদার। শিমুরালির কাছে একটি ১০ চাকার লরি বাইকটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পাশের রাস্তায় পড়ে যান দুই আরোহী। ঘটনাস্থানেই মারা যান দু'জন।

দুর্ঘটনার পরপরই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এলাকার বিধায়ক রত্না কর ঘোষ। তাঁর তৎপরতায় তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছায় চাকদহ থানার পুলিশ। ঘাতক লরি ও চালক পলাতক। পুলিশ সূত্রে খবর, মৃতদের দু'জনেরই বাড়ি বর্ধমানের ভাতশালায়।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details