পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রানাঘাটে করোনা আক্রান্তকে রক্ত দিল রেড ভলান্টিয়ার্স - আঁইশমালি

রানাঘাট 6 নম্বর ওয়ার্ডের করোনা আক্রান্ত এক বাসিন্দাকে রানাঘাট হাসপাতালে রক্ত দিলেন আঁইশমালি রেড ভলান্টিয়ার্সের এক সদস্য় সমরেশ পাল ৷ রক্ত পেয়ে হিমোগ্লোবিন লেভেল বাড়ে ওই রোগীর । বিপদের দিনে এ রকম সৌজন্যতায় সকলেই সাধুবাদ জানিয়েছেন রেড ভলান্টিয়ার্সদের ।

রানাঘাটে করোনা আক্রান্তকে রক্ত দিল রেড ভলান্টিয়ার্স
রানাঘাটে করোনা আক্রান্তকে রক্ত দিল রেড ভলান্টিয়ার্স

By

Published : Jun 1, 2021, 1:18 PM IST

রানাঘাট, 1 জুন : করোনা আক্রান্ত এক ব্যক্তির শরীরে রক্তের প্রয়োজন ৷ বিভিন্ন জায়গায় ঘুরেও রক্ত জোগাড় করতে পারছিল না রোগীর পরিবার ৷ অবশেষে রক্ত দিতে হাসপাতালে এসে উপস্থিত হয় রেড ভলান্টিয়ার্সরা ৷ নদিয়ার রানাঘাট থানার আঁইশমালি এলাকার রেড ভলান্টিয়ার্সদের তরফ থেকে এদিন রক্ত প্রদান করা হয় ওই করোনা আক্রান্ত রোগীকে ।

করোনা আক্রান্তের জন্য রক্ত দিচ্ছেন রেড ভলান্টিয়ার্স

রানাঘাট 6 নম্বর ওয়ার্ডের করোনা আক্রান্ত এক বাসিন্দা রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । তাঁর হিমোগ্লোবিন লেভেল স্বাভাবিকের তুলনায় অনেক কম । তাঁকে রক্ত দিতে হবে বলে জানান চিকিৎসকরা । খবর পৌঁছয় আঁইশমালি রেড ভলান্টিয়ার্সদের কাছে ।

আরও পড়ুন :কমেছে কাশি, রাতে ভাল ঘুমিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য

খবর পেয়েই তৎক্ষণাৎ 17 কিলোমিটার দূর থেকে গিয়ে ওই করোনা আক্রান্ত রোগীর জন্য রক্তদান করেন আঁইশমালি রেড ভলান্টিয়ার্স সমরেশ পাল । রক্ত পেয়ে হিমোগ্লোবিন লেভেল বাড়ে ওই রোগীর । বিপদের দিনে এরকম সৌজন্যতায় সকলেই সাধুবাদ জানিয়েছেন রেড ভলান্টিয়ার্সদের ।

ABOUT THE AUTHOR

...view details