নদিয়া, 4 এপ্রিল: কোরোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে খোলা হয়েছে ত্রাণ তহবিল। এবার সেই ত্রাণ তহবিলে 1 কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন রানাঘাটের সংসদ জগন্নাথ সরকার। সাংসদ তহবিলের টাকা থেকেই এই অনুদান দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর তহবিলে 1 কোটি টাকা দেবেন রানাঘাটের সাংসদ - প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান রানাঘাটের সাংসদের
1 কোটি টাকার পাশাপাশি ব্যক্তিগতভাবেও এক লাখ টাকা দেবেন বলে জানিয়েছেন সাংসদ জগন্নাথ সরকার।
লকডাউনে স্তব্ধ গোটা বিশ্বসহ ভারত। ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। সমস্যায় পড়ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। অনেকেরই রোজগার বন্ধ হয়ে গিয়েছে। নিম্নবিত্তের ঘরে দেখা দিয়েছে খাদ্যসংকট। এমত অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল গঠন করেছেন। দুই তহবিলে ইতিমধ্যে নেতা, মন্ত্রী, আমলা থেকে শুরু করে খোলোয়াড়, অভিনেতাসহ অনেকেই দান করেছেন। এবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাংসদ তহবিলের 1 কোটি টাকা দান করার কথা ঘোষণা করলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। এছাড়াও তিনি ব্যক্তিগতভাবে এক লাখ টাকা দান করবেন জানিয়েছেন। এদিন এই বিষয়ে কথা বলতে জেলাশাসকের দপ্তরেও যান সাংসদ।
সাংসদ জগন্নাথ সরকার বলেন, "যেহেতু MP ল্যাডের টাকা নিজের ইচ্ছেমতো খরচ করা যায় না, সেই কারণেই জেলাশাসকের সঙ্গে দেখা করলাম। পাশাপাশি জেলার কোথায় কী পরিস্থিতি রয়েছে সে বিষয়েও জেলাশাসকের সঙ্গে আলোচনা করেছি।"